Advertisement
Entertainment

৩১-এ পা দিলেন মিঠাইয়ের উচ্ছেবাবু, চর্চিত প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন কৌশাম্বি!

Advertisement
Advertisements

আদৃতের জন্মদিনে একইফ্রেমে ধরা দিলেন বার্থডে বয় ও তার মা সহ কৌশাম্বি (Kaushambi Chakraborty)। তাজ্জব নেটিজেনরা। আজ বৃহস্পতিবার। গোটা টলিপাড়া ব্যস্ত জামাইষষ্ঠী নিয়ে। কিন্তু অন্যদিকে বহু অনুরাগী ব্যস্ত তাদের প্রিয় নায়কের জন্মদিন নিয়ে। আজ সকলের প্রিয় অভিনেতা আদৃত (Adrit Roy) ওরফে উচ্ছে বাবুর জন্মদিন। এদিন ৩১ বছরে পা দিলেন অভিনেতা। বরাবরই তাকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তার রিল থেকে রিয়েল লাইফ সব নিয়েই চর্চা চলে।

৩১-এ পা দিলেন মিঠাইয়ের উচ্ছেবাবু, চর্চিত প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন কৌশাম্বি!

Advertisements

কিন্তু বরাবরই নিজের লাইফকে আড়ালে রাখতে ভালোবাসেন আদৃত। কিন্তু কথা কি আর চাপা থাকে। বর্তমানে পর্দার উচ্ছেবাবু ও নন্দার প্রেমকাহিনী টেলিপাড়ার হট টপিক। তারা পরস্পরকে রীতিমতো চোখে হারান। এমনকি দুজনের বন্ডিংও নজর এড়ায় না কারোর। বহু আগেই আদৃত (Adrit Roy) এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি সিঙ্গেল নন, কমিটেড। তবে, ভালোবাসার মানুষের নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি।

Advertisements

৩১-এ পা দিলেন মিঠাইয়ের উচ্ছেবাবু, চর্চিত প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন কৌশাম্বি!

কিন্তু ভক্তদের কি আর বুঝতে সময় লাগে। তারা বহু আগেই ধরে ফেলেছেন অভিনেতা কার সঙ্গে প্রেম করছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) কম চর্চা হয়না। কিন্তু তারা কেউই স্বীকার করেননি তাদের সম্পর্কের কথা। তবে, এবার যেন ধীরে ধীরে পর্দা সরতে চলেছে সম্পর্কের উপর দিয়ে। সিডি বয়ের ঘরোয়াভাবে বার্থডে সেলিব্রেশনের ছবি কৌশাম্বি (Kaushambi Chakraborty) শেয়ার করেছেন নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

যেখানে মা ও কৌশাম্বিকে জড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছে আদৃতকে। আর এই ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ‛যারা তোমায় চেনে না “ঠিক” তাদেরও যেনো ভালো হয়’। পাশাপাশি হ্যাপি বার্থডে লিখে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। কৌশাম্বির (Kaushambi Chakraborty) এই ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হতেই অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। আবার অনেকেই কটাক্ষ করতেও ছাড়েননি। তবে, এদিন রাগী উচ্ছেবাবু হয়ে নয় দুস্টু-মিষ্টি লুকে ধরা দিয়েছেন আদৃত। অনুরাগীরা তো রয়েছেই পাশাপাশি তার কো-স্টাররাও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে, মিঠাই রানী ওরফে সৌমিতৃষাকে (Soumitrisha Kundu) দেখা যায়নি শুভেচ্ছা জানাতে।

৩১-এ পা দিলেন মিঠাইয়ের উচ্ছেবাবু, চর্চিত প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন কৌশাম্বি!

এবার শুধু দেখার পালা আগামী দিনে আদৃত-কৌশাম্বির (Adrit-Kaushambi) সম্পর্ক কোনদিকে মোড় নেয়।