আদৃতের সঙ্গে সম্পর্ক নিয়ে ধেয়ে আসছে একের পর কটাক্ষ, ট্রোলারকে ধুয়ে দিলেন কৌশাম্বি

আদৃতের সঙ্গে সম্পর্ক নিয়ে কৌশাম্বিকে কটাক্ষ নেটিজেনদের। ‛কে কার বয়ফ্রেন্ড কেড়ে নিয়েছে?’ পাল্টা প্রশ্ন করে ট্রোলারকে ধুঁয়ে দিলেন কৌশাম্বি (Kaushambi Chakraborty)। বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛মিঠাই’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) ও আদৃত রায় (Adrit Roy)। সিরিয়ালের পর্দায় সিড তার মিঠাই রানীকে একেবারে চোখে হারায়।
View this post on Instagram
কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দুজনের সমীকরণটা খানিকটা আলাদা বৈকি। দীর্ঘ ১ বছর ধরে আদৃত ও সৌমিতৃষার ঠান্ডা লড়াইয়ের কথা আশাকরি কারোর কাছেই অজানা নয়। কিন্তু কি কারণে তাদের মধ্যে এই লড়াইয়ের সূত্রপাত হয়েছিল সেটাও নিশ্চই সকলের জানা। মেকআপ রুম থেকেই নাকি ত্রিকোণ প্রেমের সম্পর্ক শুরু হয়। আর তা হয় সৌমিতৃষা-আদৃত-কৌশাম্বিকে (Soumitrisha-Adrit-Kaushambi)
নিয়ে।
যদিও তিনজনের কেউই এই ব্যাপারে কোনো মুখ খোলেননি। তবে, আদৃতের জন্মদিনে সৌমিতৃষার সঙ্গে তার ঠান্ডা লড়াইয়ের বিষয়টি নজর এড়ায়নি কারোর। অনেকেই আদৃত ও কৌশাম্বির (Adrit-Kaushambi) এই সম্পর্কে খুশি হলেও অনেকেই আবার তাতে খুশি নয়। আর তাইতো অভিনেত্রীকে রাত দিন কটাক্ষ করে চলেছেন। মাঝেমধ্যে যা সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে ডিলিটও করে দেন কৌশাম্বি। তবে, সম্প্রতি একজন নেটিজেন কৌশাম্বির দিকে (Kaushambi Chakraborty) ‛অন্যের বয়ফ্রেন্ড কেড়ে নেওয়া’, ‛ভাইকে বয়ফ্রেন্ড বানানো’র মতো অভিযোগ তোলেন তার দিকে।
View this post on Instagram
আর তাতে এবার রেগে আগুন অভিনেত্রী। একেবারেই চুপ থাকেন না। পাল্টা জবাব দিয়ে কৌশাম্বি (Kaushambi Chakraborty) লিখেছেন যে, ‛আমি আপনার প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। কিন্তু প্রশ্নগুলো শুনে ভাবলাম রিপ্লাই করি। কে কার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছে একটু বলুন তো? কিসের ভিত্তিতে এই ধরণের কথা বলেন আপনারা? হ্যাঁ, আমি কিছু মানুষের ভিত্তিহীন, অসুস্থ মন্তব্য ডিলিট করে দিই কারণ নেগেটিভিটি আমি আমার আশেপাশে রাখতে চাই না’।
View this post on Instagram
পাশাপাশি অভিনেত্রী আরও বলেছেন যে, ‛আপনাকে আমার মুরোদ দেখানোর ইচ্ছা বা সময় কোনওটাই নেই। সুবুদ্ধি হোক, জীবনে ফাসট্রেশনটা কমুক এই কামনা করি। ভালো থাকুন, আর দ্রুত সুস্থ হয়ে উঠুন’। আসলে কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে কৌশাম্বি একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে তাকে কফি শপে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছিল। তার পরণে ছিল কালো জিন্স, কালো টপ ও নীল স্টাইপড শার্ট।
আর সেই শার্ট দেখেই অনেকেই দাবি করেছিলেন যে, এটি আদৃতের। সেই নিয়েই কটাক্ষ করেছিলেন কৌশাম্বিকে। আর তারই মোক্ষম জবাব দিয়েছেন কৌশাম্বি (Kaushambi Chakraborty) সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) অভিনেত্রীর এই পোস্ট।