×
Entertainment

শাহিদের বাড়িতে নতুন ভাড়াটে হয়ে এলেন কার্তিক! প্রতি মাসের ভাড়া শুনে চোখ কপালে নেটবাসীর

গোয়ালিয়র থেকে মুম্বাইয়ের পথ সহজ ছিল না অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aryan) ক্ষেত্রে। ২০১১ সালে ‘পেয়ার কা পাঞ্চনামা’-তে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রথম পা রাখেন। ৩২ বছর বয়সী অভিনেতার ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমা ব্লকব্লাস্টার হয়েছে। তার পরে অভিনেতার দর কার্যত অনেকটাই বেড়ে গেছে। আর সেই কারণেই এবার শাহিদ কাপুরের নতুন ভাড়াটে হচ্ছেন অভিনেতা।

শাহিদের বাড়িতে নতুন ভাড়াটে হয়ে এলেন কার্তিক! প্রতি মাসের ভাড়া শুনে চোখ কপালে নেটবাসীর -

শাহিদ কাপুরের (Shahid Kapoor) জুহুর তারা রোডের ফ্ল্যাটে থাকবেন কার্তিক। প্রণেতা বিল্ডিং-এর ফ্ল্যাটটি লিজে নিলেন তিনি। শাহিদের ৩,৬৮১ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট জুড়ে অবস্থিত। দুটি পার্কিং, জিম, সুইমিং পুল সব কিছুই থাকবে তার মধ্যে। চলতি মাসের ১২ তারিখ স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে শাহিদের স্ত্রী মীরা কাপুরের সাথে।

শাহিদের বাড়িতে নতুন ভাড়াটে হয়ে এলেন কার্তিক! প্রতি মাসের ভাড়া শুনে চোখ কপালে নেটবাসীর -

প্রথম বছর কার্তিককে প্রতিমাসে ৭.৫ লক্ষ, দ্বিতীয় বছর ৮.০২ লক্ষ ও তৃতীয় বছরে মাসে ৮.৫৮ লক্ষ টাকা ভাড়া গুনতে হবে। অর্থাৎ প্রতিবছর ৭% হারে এই ভাড়ার পরিমান বেড়ে যাবে। শুধু তাই নয় সিকিউরিটি ডিপোসিট বাবদ শাহিদকে ৪৫ লক্ষ টাকা দিয়েছেন কার্তিক আরিয়ান। অর্থাৎ এই বিপুল টাকার বদলে শাহিদের তৈরী বাড়িটিতে থাকতে পারবেন কার্তিক ও তার পরিবার।

শাহিদের বাড়িতে নতুন ভাড়াটে হয়ে এলেন কার্তিক! প্রতি মাসের ভাড়া শুনে চোখ কপালে নেটবাসীর -

২০১৯ সালে রাজকিরণ হাউসিং সোসাইটির একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন যার দাম ছিল ১.০৬ কোটি টাকা। আউটসাইডার হিসাবে এখন ব্যাপক নাম করেছেন কার্তিক। তার নতুন সিনেমা ‘শেহজাদা’-র ট্রেলার সামনে এসেছে। ছবিটি রিমেক হলেও কার্তিককে এই ধরণের চরিত্রে দেখা যাবে প্রথমবার। আগামী ১০ই ফেব্রুয়ারী দেশের সব সিনেমা হলে রিলিজ করবে এই সিনেমাটি।