×
Entertainment

সাত মাসে অভিনেত্রীর কোলে এল ফুটফুটে সন্তান! একরত্তিকে আদরে ভরিয়ে দিল করিনা

কিছুদিন আগেই ৪০ এ এ পা দিয়েছেন বলিউডের অন্যতম সুন্দরী লেডি করিনা কাপুর। তাঁর সৌন্দর্যে এখনও ঘায়েল ৮ থেকে ৮০ সকলে। অভিনয়ের পাশাপাশি তাঁর ফ্যাশনও নজর কাড়ে সবার। সবসময়ই গশিপের শীর্ষে থাকে এই বলি সুন্দরী তথা খান ঘরণী।

সম্প্রতি কয়েকমাস আগে দ্বিতীয় বার মা হওয়ার কথা প্রকাশ্যে এনেছেন নায়িকা। নবাব পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। প্রেগনেন্সি পিরিয়ড যে দারুন ভাবে এনজয় করছে বেবো তা তাঁর ইন্সট্রাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায়। তবে, করিনা কাপুর খানের দ্বিতীয়বার মা হতে এখনও বেশ খানিকটা দেরি রয়েছে। এখন তিনি সাত মাসের অন্তসত্ত্বা। কিন্তু, তার আগেই করিনার কোলে এই ছোট্ট শিশুটি কে? তা নিয়ে যথেষ্ট শোরগোল পড়েছে নেটদুনিয়ায়।

সম্প্রতি কয়েকদিন আগেই হিমাচল প্রদেশ থেকে ছুটি কাটিয়ে বাড়ি ফিরেছেন করিনা। আর ইদানিং কালে দেখা যাচ্ছে যে, বেবো সোশ্যাল মিডিয়ায় বেশ এক্টিভ। মাঝে মধ্যেই ছবি পোস্ট করে তাক লাগিয়ে দেন নেটিজেনদের। তবে, একরত্তি শিশুকে নিয়ে আদরে ভরিয়ে দিচ্ছেন বেবো কিন্তু কে এই শিশু। তবে, কি সন্তানের জন্ম দিলেন তিনি? এই প্রশ্নই ঘুরতে নেটমহলে।

অন্যদিকে ছবি পোস্ট করে করিনা একরত্তিকে “হ্যান্ডসাম” বলে উল্লেখ করেছেন। তৈমুরের ছোটবেলার ছবি পোস্ট করে করিনা সকলকে বেশ চমকে দিয়েছেন। তবে, প্রেগনেন্সি পিরিয়ডে তাঁর গ্ল্যামার যে ঠিকরে বেরোচ্ছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি নজর কাড়া বেবিবাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলি সুন্দরী।