Entertainment

Kareena Kapoor Khan: ৪২ বছর বয়সে তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কাপুর!

Advertisement
Advertisements

তবে কি ফের একবার গর্ভবতী হতে চলেছেন করিনা (Kareena Kapoor Khan)? নেটপাড়ায় জল্পনা তুঙ্গে! ২০১২ সালে দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেছিলেন সইফ আলী খান (Saif Ali Khan)। এরপর ২০১৬ সালে তাদের জীবনে আসে প্রথম সন্তান। যার নাম রাখা হয় তৈমুর। এরপর আবারও ২০২১ সালে করিনার কোল আলো করে আসেন তাদের দ্বিতীয় সন্তান জেহ। বর্তমানে তাই দুই সন্তানকে একেবারে ভরা সংসার সইফিনার। তবে, এরমাঝেই কি অন্য ইঙ্গিত দিলেন এই সেলিব্রেটি জুটি?

বর্তমানে সেই নিয়ে চলছে চর্চা। বলিউডের চর্চিত জুটি তারা। সইফের হট নেসে যেমন ঘায়েল তার ভক্তরা তেমনই ৪২ এ এসেও করিনার সৌন্দর্য্য নজর কাড়ে নেটিজেনদের। কিন্তু এসবের পরেও তারা এখন ঘোর সংসারী মানুষ। সংসার-সন্তান নিয়ে তারা এখন বেজায় ব্যস্ত। আর এসবের মাঝেই কখনও কখনও কোনো কারণ বশত তারা উঠে আসে পেজ-থ্রির পাতায়। তবে, এরই মাঝে করিনার সন্তান হওয়ার খবরটি কিন্তু একেবারেই ভুয়ো।

আসলে গত বছরের শেষের দিকে লন্ডনে গিয়েছিলেন পতৌদি পরিবার। আর সেখানেই এক ব্যক্তিকে নিয়ে করিনা ও সইফের তোলা ছবিই যত গুঞ্জনের কেন্দ্রবিন্দু। আসলে ওই ছবিতে গ্লাস হাতে কালো রঙের একটি ডিপ নেক গলার টপ পরে পোজ দিয়েছেন বেবো। আর সেখানে করিনার পেটটা খানিকটা স্ফীত লাগছিল। যেটিকে অনেকেই ‛বেবি বাম্প’ বলে মনে করেছেন।

কেউ তো আবার লিখেই বসেছিলেন যে, ‛তৈমুর, জাহাঙ্গীরের পর এবার কি ঔরঙ্গজেব আসছে’। তবে, এই বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন বেবো। তিনি সাফ জানিয়েছিলেন যে, ‛আরে শান্ত, বিষয়টা স্বাভাবিকভাবে নিন না। আমি কি যন্ত্র নাকি, এই পছন্দটা ছেড়ে দিন না আমার উপর। আমি হলাম সেই ব্যক্তি যে কোনো কিছুই লুকিয়ে রাখে না। সবসময় স্বচ্ছ থাকার চেষ্টা করি। সকলেরও উচিত আমাদেরও আমাদের মতোন বাঁচতে দেওয়া’।

তবে, এটুকু তেই ক্ষান্ত হননি অভিনেত্রী। বরং নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি লিখেছিলেন যে, ‛পাস্তা ও ওয়াইনের কারণে আমি প্রেগন্যান্ট নই। সইফ বলেছে ভারতের জনসংখ্যায় ও ইতিমধ্যেই অনেক কন্ট্রিবিউট করে ফেলেছে। এনজয়’।