×
EntertainmentTrending

শীঘ্রই আসছে নতুন অতিথি, নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন করিনা কাপুর

কিছুদিন আগেই ৪০ এ পা দিয়েছেন বলিউডের অন্যতম সুন্দরী লেডি করিনা কাপুর। তাঁর সৌন্দর্যে এখনও ঘায়েল ৮ থেকে ৮০ সকলে। অভিনয়ের পাশাপাশি তাঁর ফ্যাশনও নজর কাড়ে সবার। সবসময়ই গশিপের শীর্ষে থাকে এই বলি সুন্দরী তথা খান ঘরণী।

১৯৮০ সালে ২১ সেপ্টেম্বর মুম্বাইয়ে তাঁর জন্ম হয়। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবি দিয়ে তার অভিনয়ের জীবনযাত্রা শুরু হয়। এরপর ২০০১ সালে কাভি খুশি কাভি গাম ছবিতে তার অভিনয় সকলের নজর কাড়ে। এরপর ২০১২ সালের ১৬ অক্টোবর করিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা সইফ আলী খানের সঙ্গে।

ADVERTISEMENT

এরপর ২০১৬ সালে করিনা ও সইফের জীবনে আসে তাদের প্রথম সন্তান তৈমুর। সম্প্রতি কয়েকমাস আগে দ্বিতীয় বার মা হওয়ার কথা প্রকাশ্যে এনেছেন নায়িকা। নবাব পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। প্রেগনেন্সি পিরিয়ড যে দারুন ভাবে এনজয় করছে বেবো তা তাঁর ইন্সট্রাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায়।

তবে, সম্প্রতি বেবি বাম্প নিয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বেবো। সেখানে তাঁকে একটি হালকা গোলাপি রঙের ড্রেসে দেখা যাচ্ছে। খোলা চুলে হালকা মেকআপে তাতে বেশ লাগছে। আর মা হওয়ার আগের মুহূর্তে সব মেয়েকেই যে সুন্দর লাগে তা আর বলার অপেক্ষা রাখেনা। আর করিনার ক্ষেত্রেও তার অন্যথা ঘটেনি। সম্প্রতি বেবি বাম্প নিয়ে করিনার এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles