×
Entertainment

এত ঢাক ঢোল পিটিয়েও সুপার ফ্লপ! ‘প্লিজ লাল সিং চাড্ডাকে বয়কট করবেন না’, অনুরোধ বেগম করিনার

‛দয়া করে ‛লাল সিং চাড্ডা’(Laal Singh Chaddha) কে বয়কট করবেন না’, অনুরোধ করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan)। ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পেয়েছে এই সিনেমা। যদিও মুক্তির আগে থেকেই এই ছবি বয়কটের ডাক উঠেছিল। এরপর সিনেমা রিলিজ করার পর দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকেই মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আমির খান (Aamir Khan) ও তার বিপরীতে রয়েছে করিনা কাপুর খান।

মুক্তির প্রথম দিনে ১০ থেকে ১১ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। এরপর দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার সারা ভারত জুড়ে মাত্র ৭ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। তবে, এ তো গেল সিনেমা রিলিজ হওয়ার পরের কথা। সম্প্রতি করিনার একটি সাক্ষাৎকার রীতিমতো হইচই ফেলে দিয়েছে নেট মাধ্যমে। সিনেমা মুক্তির আগেও করিনা বলিউডে চলমান ‛বয়কট’ সংস্কৃতি সম্পর্কে মতামত প্রকাশ করেছিলেন।

তার মতে একটা ভালো সিনেমা সব কিছুকে ছাপিয়ে যেতে পারে। আর তারপরই সম্প্রতি এক সাক্ষাৎকারে আরজে সিদ্ধার্থ কান্নন করিনাকে প্রশ্ন করেছিলেন যে, দর্শকদের এত হালকাভাবে নিচ্ছেন আপনি? এই বিষয়গুলি সম্পর্কে তিনি কতটা অবগত। আর তাতেই করিনা বলেছিলেন , আমার মনে হয় কিছু মানুষ আছে যারা শুধু ট্রোল করেন। তবে ছবিটি যে ভালোবাসা পাচ্ছে তা দেখে ভালো লাগছে।

এমনকি অভিনেত্রী আরও বলেছেন যে প্রত্যেকের নিজস্ব মতামত দেওয়ার অধিকার রয়েছে। খারাপ-ভালো প্রতিক্রিয়া তো আসবেই। কিন্তু ছবিটিকে বয়কট করবেন না। বয়কট করার মতো ছবিকে বয়কট করুন, কিন্তু ভালো ছবিকে নয়। আমরা তিন বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। এই ছবির জন্য আমরা ২৫০ জন মিলে আড়াই বছর ধরে কাজ করেছি। আমি চাই দর্শকরা আমাকে ও আমিরকে পর্দায় দেখুক। তাই সকলের কাছে অনুরোধ দয়া করে এই ছবি বয়কট করবেন না।

শুরু থেকেই একের পর এক কারণে এই ছবি ঘিরে চলছে বিতর্ক। আমির ও করিনার অতীতের করা কিছু মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জল ঘোলা।