ঘরে এলো নতুন সদস্য, তিন কন্যা সন্তানের বাবা হয়ে আনন্দে আত্মহারা জনপ্রিয় বলিউড অভিনেতা
সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে কয়েকদিন আগেই অন্যতম আধুনিক মায়ের শিরোপা জিতে নিয়েছেন পূজা। পূজা বলিউডে ধারাবাহিক ও টেলি প্রোগ্রাম গুলিতে কাজ করার সাথে সাথে টলিউডে বড়ো পর্দায় ও ওয়েব সিরিজে কাজ করেছেন। সম্প্রতি তিনি মা হয়েছেন। সামাজিক বিয়ে করার আগেই তিনি মা হয়েছেন এবং এইভাবেই সমাজকে বুঝিয়েছেন, সম্পর্কে ভালোবাসাটা জরুরি। লোকদেখানো বাঁধন খুলে পরতে সময় লাগেনা বেশিদিন।
আমাদের সমাজে আরো অনেক বাধা রয়েছে। মেয়েদের সার্বিক বৃদ্ধির জন্য, সবক্ষেত্রে তাঁদের উন্নতির জন্য অনেক সুযোগ সুবিধার ব্যাবস্থা করা হয়েছে। একটু একটু করে উন্নতি হচ্ছে সমাজের এক অংশের। কিন্তু তারপরেও কোথায় যেন মেয়েরা পিছিয়ে রয়েছে। কারণ জন্মের সময়ই তাঁদের গ্রহণ করতে গিয়ে আজও নাক সিটকোয় অনেকেই। হতাশ হয়ে বলে, মেয়ে হয়েছে! মেয়ে মানেই আজও কিছু মানুষের কাছে ভস্মে ঘি ঢালা।
এই ভাবনাকেও বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে বলিউডের তারকা। সমাজের কাছে একটি উদাহরণ হয়ে উঠলো তাঁর ভালোবাসা। কার কথা বলছি? করণবীর বোহরা, যিনি মনোজ বোহরা নামেও পরিচিত। তিনি হলেন বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। এরই সাথে তিনি প্রযোজক, নকশাকার ও টেলিভিশন উপস্থাপকও। তিনি এপর্যন্ত কসৌটি জিন্দেগী কে, দিল সে দি দুয়া… সৌভাগ্যবতী ভব?, শারারাত, নাগিন ২ এবং কবুল হ্যায়ের মতো জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন।
তাঁর স্ত্রী হলেন সিধু টিজে। বর্তমানে তাঁদের তিনটি কন্যা সন্তান। আগে থেকেই দুটি কন্যা সন্তানের মাতা পিতা ছিলেন তাঁরা। সম্প্রতি তাঁদের আর একটি কন্যা সন্তান হয়েছে। তিন কন্যা সন্তানের সাথে বাবা করণবীর কে দেখা গেল একটি ভিডিওতে। যেখানে তিন সন্তানের সাথে আনন্দ করছেন তিনি। সেই ভিডিও করনবীর নিজেই তাঁর ইনস্টাগ্রাম পেজে পোস্ট করে ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে তিন কন্যা সন্তানের বাবা হওয়ার সৌভাগ্য করে দেওয়ার জন্য। তিনি তাঁর তিন কন্যাসন্তানকে রানী, পরী, দেবী বলে সম্মোধন করেছেন। তিন কন্যাকে লক্ষ্মী, সরস্বতী এবং পার্বতী রূপে বর্ণনা করেছেন। তিনি আরো বলেছেন তিনি তাঁদের আগলে রাখবেন, যত্নে রাখবেন।