কাজ নেই হাতে, সংসার চালাতে ‘ডেলিভারি বয়’-এর কাজ করছেন কপিল শর্মা! তুমুল ভাইরাল ভিডিও

‘দ্য কপিল শর্মা শো’ -তে আর কি দেখা যাবে না কমেডিয়ান কপিল শর্মাকে! সেসব ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচাতে এখন খাবার ডেলিভারির কাজ করেন তিনি। হ্যাঁ নিজের সংসার ও জীবন চালাতে এখন এই জীবিকাই বেঁছে নিয়েছেন কপিল। কিন্তু হঠাৎ তার এমন পরিণতি হলো কেন? আরে যেরকম ভাবছেন ওরকম কিছু হয়নি। অভিনয় ও চরিত্রের খাতিরে যে অভিনেতাদের তার মধ্যে ঢুকে যেতে হয় যেন কপিল শর্মা (Kapil Sharma) আবারো বুঝিয়ে দিলেন সে কথাই।
View this post on Instagram
এতক্ষনে নিশ্চই বুঝতে পেরেছেন কপিল শর্মার নতুন সিনেমার কথা হচ্ছে। নন্দিতা দাস (Nandita Das) পরিচালিত ছবি ‘জুইগাটো’ (Zwigato) -তে অভিনয় করেছেন জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মা। যেখানে একজন সাধারণ খাবার ডেলিভারি বয় -র চরিত্রে দেখা যাচ্ছে তাকে। সিনেমা হলে ছবিটি এখনও মুক্তি না পেলেও আন্তর্জাতিক একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘জুইগাটো’ দেখানো হয়েছিল। যেমন ২০২২ সালে বুসান ফিল্ম ফেস্টিভ্যালে এই সিনেমা নিজের জায়গা দখল করে নিয়েছিল প্রদর্শনী হিসাবে।
View this post on Instagram
এবার দেশে সিনেমা হলে আসছে জুইগাটো। কপিল শর্মা নিজের ইনস্টাগ্রামে সিনেমার ট্রেলার আপলোড করেছেন। ট্রেলারে দেখা যাচ্ছে, অনেক পিৎজা নিয়ে ঘেমে তাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে। এরপর মদ্যপান করে বাড়ির মালিককে সোফায় পড়ে থাকতে দেখেন। আর তাকে গিয়ে সেই অবস্থায় ডাকছেন তিনি। ইন্সেন্টিভের জন্য মানুষদের খুশি করতে হচ্ছে বিভিন্নভাবে। নিজের পরিবারে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকেন তিনি। তারা এই কাজ করায় বেশ কথা শোনায় কপিলকে। অন্যদিকে আরও টাকা রোজগারের জন্য তার স্ত্রীকে যেতে হয় কাজে।
কপিলের স্ত্রীয়ের চরিত্রে আছেন সাহানা গোস্বামী (Shahana Goswami)। ট্রেলারে একটা জায়গায় কপিলকে বলতে দেখা যাচ্ছে -‘ও মজদুর হ্যায় ইসলিয়ে মজবুর হ্যায়’ সাথেই আবার বলেন ‘এটাও তো হতে পারে ও মজবুর হ্যায় ইসলিয়ে মজদুর হ্যায়’। কার্যত কপিল শর্মার এটি শ্রেষ্ঠ অভিনয় হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। দিন কয়েক আগেই ‘Toronto Internation Film Festivel’ সিনেমাটি দেখানো হয়েছিল সিনেমাটি। তবে দেশে কবে রিলিজ করবে এই সিনেমা তা যদিও এখনও সঠিক কোনো তারিখ সামনে আসেনি। তবে দর্শকরা ট্রেলার দেখে এক বাক্যে বলেছেন ‘কমেডি নয় বরং অভিনয়টাও শিখে তিনি হয়ে উঠেছেন অভিনেতা কপিল শর্মা’।