লজ্জার সীমা ছাড়িয়ে পিঙ্ক বিকিনিতে ‘কপিল শর্মা শো’খ্যাত সুমনা, অভিনেত্রীর হট ছবি দেখে ঘাম ছুটেছে নেটিজেনদের

বিকিনি লুকে এবার উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী সুমনা চক্রবর্তী (Sumona Chakravarti)। আশাকরি তার পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। তবুও যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে, সুমনা হলেন কপিল শর্মার (Kapil Sharma) শোয়ের অন্যতম একটি মুখ। সিজেনের পর সিজন ধরে তাকে টিভির পর্দায় দেখতে পাচ্ছেন দর্শকেরা। একজন বাঙালি অভিনেত্রী হিসেবে তিনি বেশ পরিচিত সকলের কাছে।
View this post on Instagram
কপিল শর্মার প্রথম সিজনে সরলা গুলাটির ভূমিকায় দেখা গিয়েছিল সুমনা চক্রবর্তীকে। এরপর দ্বিতীয় সিজনে ‘হোটেল চিল প্যালেসের’ মালকিন হয়ে পর্দায় হাজির হয়েছিলেন তিনি। তবে, তৃতীয় সিজনে সুমনার নাম ভুরি। আর এবার এই ভুরি ধরা দিলেন হট লুকে। আর তার এই লুক দেখে রীতিমতো কুপোকাত ভক্তরা। সম্প্রতি সুমনা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই শেয়ার করেছেন তার বিকিনি লুকের ছবি।
View this post on Instagram
যেখানে তার পরণে রয়েছে ডিপ পিঙ্ক কালারের বিকিনি। চোখে সানগ্লাস ও মাথায় টুপি। খোলা চুলে একেরপর এক পোজে ধরা দিয়েছেন সুমনা। আবার কখনও তাকে সাদা-কালো বিকিনি পরে সমুদ্রের পাড়ে বসে নিজের ভঙ্গিমায় ছবি তুলতে দেখা গিয়েছে। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ‛হ্যালো সানডে’। ছবি শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন।
View this post on Instagram
প্রসঙ্গত, গত বছর গুজব ছড়িয়েছিল যে সুমনা সম্রাটকে ডেট করছেন। যিনি রানি মুখার্জি এবং কাজলের কাজিন। এমনকি চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গেও নাম জড়িয়েছিল সুমনার। তবে এসব নিছকই জল্পনা বলেই উড়িয়ে দিয়েছেন সুমনা। বরং এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুমনা বলেছেন যে, সম্রাট আমার বন্ধু। আমি আমার বন্ধু বা পরিবার সম্পর্কে মিডিয়ার সাথে কথা বলি না। আমি এটাকে সেভাবেই রাখতে চাই। সম্প্রতি সুমনার পোস্ট করা ছবিগুলি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।