Entertainment

‘বলিউড কুইন’-এর মা হয়েও বদলায়নি জীবনযাপন! দিনে ৭-৮ ঘন্টা জমিতে চাষ করেন কঙ্গনার মা

Advertisement

এতবড় একজন সেলিব্রেটির মা হয়েও নিয়মিত মাঠে ৭-৮ ঘন্টা তিনি কাজ করেন। কার মায়ের কথা বলছি বলুন তো দেখি? তিনি হলেন কঙ্গনা রানাওয়াতের মা আশা রানাওয়াত (Asha Ranaut)। বলিউড জগতের জনপ্রিয় লড়াকু অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কঙ্গনা (Kangana Ranaut)। বরাবরই তিনি তার সৎ মতামতের জন্য সকলের কাছে পরিচিত। অনেকে আবার তাকে তার মন্তব্যের কারণে ‛ঠোঁট কাটা’ অভিনেত্রীরও তকমা দিয়েছেন।

‘বলিউড কুইন'-এর মা হয়েও বদলায়নি জীবনযাপন! দিনে ৭-৮ ঘন্টা জমিতে চাষ করেন কঙ্গনার মা

তবে, এবার কঙ্গনা শেয়ার করলেন তার মায়ের সহজ-সরল সাধারণ জীবনযাত্রা। পাশাপাশি ফিল্ম মাফিয়াদের মুখের উপর দিলেন কড়া জবাব। সোমবার কঙ্গনা নিজের টুইটার হ্যান্ডেলে তার মায়ের একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তার মাকে মাঠে চাষ করতে দেখা যাচ্ছে। আর এই ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন যে, ‛প্লিজ দেখুন আমার মা কিন্তু আমার কারণে ধনী নন। আমি রাজনীতিকদের পরিবারের মেয়ে। সেই পরিবারে আছেন আমলা ও ব্যবসায়ীরাও’।

‘বলিউড কুইন'-এর মা হয়েও বদলায়নি জীবনযাপন! দিনে ৭-৮ ঘন্টা জমিতে চাষ করেন কঙ্গনার মা

এমনকি অভিনেত্রী আরও লিখেছেন যে, ‛২৫ বছর ধরে আমার মা শিক্ষকতা করেছেন। ফিল্ম মাফিয়াদের বোঝা উচিত, আমার এই মানসিকতা আসলে কোথা থেকে এসেছে। আমি কেন নগন্য কাজ করতে পারি না। কোনও বিয়েতে গিয়ে নাচতে পারি না’। একটি সরকারি স্কুলের সংস্কৃতের শিক্ষিকা হলেন কঙ্গনার মা। এখনও পর্যন্ত তিনি খুবই সাধারণভাবে জীবন কাটান। বড় মেয়ে তারকা হয়ে গিয়েছে বলে তার জীবনে কোন পরিবর্তন আসেনি।

‘বলিউড কুইন'-এর মা হয়েও বদলায়নি জীবনযাপন! দিনে ৭-৮ ঘন্টা জমিতে চাষ করেন কঙ্গনার মা

এদিন মায়ের এই পোস্টের মাধ্যমে ফিল্ম মাফিয়াদের ধুঁয়ে দিলেন কঙ্গনা। বলেন যে, ‛আমার অ্যাটিটিউডকে আমার দুর্বলতা ভেবে এসেছেন ফিল্ম মাফিয়ারা। আমার মা কিন্তু আমাকে নুন আর রুটি খেয়ে জীবন কাটানোর শিক্ষা দিয়েছেন। কারোর সামনে ভিক্ষে করতে তিনি শেখাননি। আমাকে নানা নামে ডাকেন মানুষ। আমাকে অনেকে পাগলও বলেন। তার কারণ হয়তো আমি অন্য মেয়েদের মতো গুজগুজ-ফুসফুস করি না। পরনিন্দা-পরচর্চাও করি না। আমি কোনওদিনও কারও বিয়েতে নাচিনি। কোনো নায়কের ঘরে যাইনি। এই জন্যই কি আমাকে টার্গেট করা হয়েছে, দলছুট করে দেওয়া হয়েছে’।

কঙ্গনার কথায় তার মা এখনও প্রতিদিন মাঠে ৭-৮ ঘন্টা চাষের কাজ করেন। তিনি নাকি রেস্তোরাঁয় খেতে যেতে পছন্দ করেন না। বিদেশে বেড়াতে যান না। মেয়ের ফিল্মের সেটে আসেন না। এমনকি তার সঙ্গে মুম্বাইতেও থাকেন না।