×
Entertainment

কঙ্গনার তোপের মুখে আমির খান! অভিনেতাকে ভাওতাবাজ বলে কটাক্ষ অভিনেত্রীর

কঙ্গনার নিশানায় আমির খান (Amir Khan)! অভিনেতাকে ‛ভাওতাবাজ’ বলে আখ্যা অভিনেত্রীর। বলিউড জগতের জনপ্রিয় লড়াকু অভিনেত্রীদের মধ্যে তিনি হলেন একজন। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। নিজেকে বলিউড (Bollywood) চলচ্চিত্রের অন্যতম একটি জায়গায় অধিষ্ঠিত করেছেন। তারপর তাঁর অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন সকলের মন।

কঙ্গনার তোপের মুখে আমির খান! অভিনেতাকে ভাওতাবাজ বলে কটাক্ষ অভিনেত্রীর -

কঙ্গনা (Kangana Ranaut) মোট ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া ৫ বার ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন। কঙ্গনা বরাবরই তার সৎ মতামত প্রকাশের জন্য জনসাধারণের কাছে বিশেষভাবে পরিচিত। নিজেকে অন্যতম একজন ভারতীয় সেলিব্রেটি হিসেবে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তবে, সম্প্রতি এবার কঙ্গনার নিশানায় পড়লেন আমির খান। লেখিকা শোভা দে’র নতুন বইয়ের উদ্ভোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান।

আর সেখানেই আমিরকে প্রশ্ন করা হয় যে, শোভার বায়োপিক তৈরি করা হলে তার চরিত্রে কোন অভিনেত্রী অভিনয় করতে পারেন? তাতে আমির উত্তর দেন যে, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন। আর তারপর শোভা অভিনেত্রী কঙ্গনার নাম করলে তাতেও সায় দেয় অভিনেতা। এমনকি এও বলেন যে, ‛কঙ্গনাও ভীষণ ভালো কাজ করবেন। উনি খুবই পোক্ত একজন শিল্পী, অভিনেত্রী হিসেবে প্রতিভাবান ও বহুমুখী’।

কঙ্গনার তোপের মুখে আমির খান! অভিনেতাকে ভাওতাবাজ বলে কটাক্ষ অভিনেত্রীর -

আর তারপরই সেই ভিডিও কঙ্গনা টুইটারে শেয়ার করে আমিরের উদ্যেশে লেখেন যে, ‛বেচারা আমির খান। উনি অনেক ভান করলেন এটা না জানার যে যাঁদের নাম উনি বলেছেন তাদের মধ্যে কেউ আমার মতো তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী নন’। শেষে লেখিকা শোভার উদ্দেশ্যে লিখেছেন যে, ‛আমি খুব খুশি হব আপনার চরিত্রে অভিনয় করতে পেরে’।