শ্রীময়ীর সাথে ‘টুম্পা সোনা’ গানে দুষ্টুমিষ্টি নাচ করলেন কাঞ্চন মল্লিক, তুমুল ভাইরাল ভিডিও

টুম্পার ছার নেই। আপামর সবারই চায় টুম্পা সোনাকে। জন্মদিনের পার্টি হোক কিংবা রিসেপশন সবকিছুতেই টুম্পার থাকা চায়। এবছরের মোস্ট ট্রেন্ডিং বাংলা গানের জায়গা নিয়ে নিয়েছে টুম্পা। আট থেকে আশি সবাই বলছে টুম্পাকে আমি বড্ড ভালোবাসি। সাধারণ মানুষ তো টুম্পার প্রেমে মুগ্ধ এরই সাথে বিনোদন জগতের মানুষরাও কিন্তু টুম্পার প্রেমে মজে উঠেছেন।
একে একে তৃণা সাহা থেকে শুরু করে অনামিকা চক্রবর্তী অর্থাৎ এখানে আকাশ নীল ধারাবাহিকের হিয়া সবাই কোমর দুলিয়েছেন টুম্পা সোনার তালে। সেই নাচের ভিডিও নেটদুনিয়ায় ঝড় তুলে দিয়েছিল। এইবার আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন দুই তারকা। অনেকটা মজারও হলো তাঁদের সেই নাচের ভিডিও। কারণ লোকগুলোই যে মজার। ফ্রেমে ছিলেন বড়ো ছোট পর্দার হাসির রাজা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ যিনি কৃষ্ণকলি ধারাবাহিকে খলনায়িকার অভিনয় করেন।
কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে ডুয়েট নাচ করতে দেখা গেছে ভিডিওতে। ভিডিওতে দেখা যাচ্ছে কাঞ্চন মল্লিক লাল রঙের জ্যাকেট ও ছাই রঙের ট্রাক স্যুট পরে রয়েছেন। এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ সবুজ রঙের শাড়ি পরে কোমর দুলিয়েন। তাঁদের এই জুড়ি খুবই মজার লেগেছে দর্শকদের।
অভিনেত্রী নিজেই ভিডিওটি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ‘টুম্পা সোনা’ গানটির মতো এই গানে তাঁদের নাচও খুব পছন্দ হয়েছে সবার। ইতিমধ্যে তাঁদের এই নাচ সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। ‘টুম্পা সোনা’ গানটিও ইউটিউবে এখন ৪৭ মিলিয়ন ভিউ পার করেছে। সবে মিলিয়ে ‘টুম্পা সোনা’ হিট।