Kajol: ৪৮ বছর বয়সে মা হতে চলেছেন নায়িকা কাজল!

মাত্র ১৭ বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। অভিনেতা অজয় দেবগণের পত্নী বিখ্যাত অভিনেত্রী কাজলের (Kajol) সম্পর্কে যতই বলা হবে হয়তো কম। একের পর এক সিনেমায় ৯০ এর দশকে তিনি ভারতীয় সিনেমার হাল বদলে দিয়েছিলেন। এখনও তিনি কিন্তু অভিনয় করছেন তবে বিভিন্ন আলাদা চরিত্রে মানুষের সামনে উপস্থাপনা করছেন। সম্প্রতি গুঞ্জন ৪৮ বছর বয়সে কাজল তৃতীয় বারের জন্য মা হতে চলেছেন।
View this post on Instagram
কয়েকটি ফটো ভাইরাল হয়েছে যেখানে ছবিগুলিতে কাজলের বেবিবাম্প স্পষ্ট দেখা যাচ্ছে। আর সেখান থেকেই গুঞ্জন এই বয়সে কি আবার মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চলেছেন তিনি? ছবিগুলির মধ্যে কয়েকটিতে কাজলের পরনে রয়েছে লাল রঙের শাড়ি ও স্লিভলেস ব্লাউজ।
একটি ফটোতে বেবিবাম্প এর উপরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তবে এই খবর কিন্তু সম্পূর্ণ মিথ্যে কিংবা গুঞ্জন বলা যায়। কাজলের এই ছবিগুলিতে নিপুণ ভাবে সুপার ইম্পোজ করা হয়েছে। তবে প্রথম অবস্থায় দেখলে কিন্তু আপনি এত সহজে বুঝতে পারবেন না। যদিও কাজল বা অজয় দেবগণ (Ajay Devgan) এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। আয়েদিন সেলিব্রিটিদের নিয়ে এমন কর্মকান্ড হয়েই থাকে।
View this post on Instagram
এখন কাজলের থেকে তাঁর মেয়ে নাইসা দেবগন (Nysa Devgan) বেশি চর্চায় থাকে। কিছু দিন আগেই বেশ খোলামেলা পোশাকে পার্টি থেকে বেরিয়ে মাঝ রাতে গাড়িতে উঠতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছিল। নেহাত কম চর্চা হয়নি তা নিয়ে। বলিউডে ডেবিউ করার আগেই নাইসা নিজের জায়গা তৈরী করে ফেলেছেন তা বলার অপেক্ষা রাখে না। ওপরদিকে রেবতী (Revathi) পরিচালিত ‘সালাম ভেঙ্কি’ সিনেমায় শেষবারের জন্য অভিনয় করেছিলেন কাজল।