Entertainment

মুকেশ আম্বানির ইভেন্টে মা কাজলের সঙ্গে একসাথে পোজ দিলেন নাইসা, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

চোখ ধাঁধানো লুকে NMACC অর্থাৎ নীতা- মুকেশ আম্বানির কালচারাল সেন্টারের গালা ইভেন্টে হাজির হলেন কাজল (Kajol) ও কন্যা নাইসা (Nysa)। কাজলকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। বলিউডের প্রথম সারির জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি। ১৯৯৩ সালে ‛বাজিগর’ সিনেমা দিয়ে প্রথম চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। সেখানে শাহরুখের সঙ্গে তার কেমিস্ট্রি নজর কেড়েছিল সকলের। আর সেই থেকেই তার অভিনয় যাত্রার সূচনা।

মুকেশ আম্বানির ইভেন্টে মা কাজলের সঙ্গে একসাথে পোজ দিলেন নাইসা, ভাইরাল ভিডিও

পরবর্তীকালে অজয় দেবগন থেকে আমির খান সহ একাধিক অভিনেতার সঙ্গে কাজ করেছেন। আর একেরপর এক হিট সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের। বর্তমানে তাকে আর সেভাবে সিনেমার পর্দায় না দেখা গেলেও নানান ইভেন্টে তাকে দেখা যায় নজরকাড়া লুকে। আর এবারেও তার অন্যথা হল না। আর ওদিকে কাজল ও অজয়ের মেয়ে হল নাইসা। কিছুদিন আগে পর্যন্তও নাইসার লুক নিয়ে বেশ চর্চা চলতো নেটমাধ্যমে।

কিন্তু তারপর হঠাৎ করেই তার রূপের বদল অনেকের কাছেই অবাক লেগেছে। আর তাইতো অনেকেই ভেবেছিলেন নিজেকে সুন্দরী করে তোলার জন্য কাজল কন্যা নিশ্চই সার্জারির সাহায্য নিয়েছেন। যদিও এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন নাইসা নিজের শরীর চর্চা নিয়ে খুবই মনোযোগী। সার্জারি নয় প্রাকৃতিক উপায়েই সে নিজেকে সুন্দরী করেছেন। এদিন মা ও মেয়ে দুজনেই লং ড্রেসে হাজির হয়েছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

কাজলের পরণে ছিল সাদা রঙের লং গাউন। আর নাইসার পরণে রয়েছে গ্রে কালারের ভি নেক। ভি নেক পোশাকের মধ্যে মা ও উভয়েরই বক্ষ বিভাজিকা স্পষ্ট। তবে, এদিন পোশাকের সঙ্গে মাথায় মাঙ্গাটিকা পড়েছিলেন নাইসা। যা তার লুককে আরও গর্জিয়াস করে তুলেছিল। এদিন তাদের সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছিলেন রেখা (Rekha)।

মুকেশ আম্বানির ইভেন্টে মা কাজলের সঙ্গে একসাথে পোজ দিলেন নাইসা, ভাইরাল ভিডিও

হালকা গ্রিনিশ শাড়িতে রেখাকেও অসম্ভব সুন্দর লাগছিল। এদিন নাইসাকে রেখাকে হাগ করতেও দেখা যায়। সবমিলিয়ে এদিন তাবড় তাবড় সব তারকাদের উপস্থিতিতে জমে উঠেছিল গালা ইভেন্টের পর্ব।