EntertainmentVideoViral Video

Kajol: নীচু হতেই সরে গেল শাড়ির আঁচল, কাজলের এই ভিডিও দেখে ঘুম উড়েছে ভক্তদের

ফের একবার উপস মোমেন্টে(Oops Moment) ক্যামেরাবন্দী হলেন কাজল (Kajol Devgan)! মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও। সেলিব্রেটিদের নিয়ে মানুষজনের কৌতূহলের শেষ নেই। তারা কখন কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন কেমনই বা লুক রাখছেন সবদিকেই নেটিজেনদের থাকে কড়া নজর। আর তাই তাদের কোনো লুক দেখলে অবাক হয়ে যান ভক্তরা। বলিউডের প্রথম সারির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন কাজল দেবগন। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই।

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)

একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে নিমেষেই মনজয় করে নিয়েছেন ভক্তদের। শেষবার ২০১৫ সালে ‘Dilwale’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। ছবিতে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। শাহরুখের সঙ্গে কাজলের (Kajol Devgan) বন্ডিং নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তবে, সম্প্রতি কাজলের একটি ভিডিও (Video) ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন ভক্তরা।

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)

সম্প্রতি একটি অনুষ্ঠানে সাদা রঙের শাড়ি ও লাল রঙের স্লিভলেস ডিপ নেকের ব্লাউজে ধরা দিয়েছিলেন নায়িকা। সঙ্গে পরিপাটি করে বাঁধা চুল। কানে দুল। এই সাজে তাকে যে অপরূপ সুন্দর দেখাচ্ছিল তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা। কিন্তু এই শাড়ি পরে তিনি যে খুব একটা কম্ফোর্টেবেল ছিলেন না তা তার চোখে মুখে স্পষ্ট। বারেবারেই তাকে শাড়ির আঁচল ঠিক করতে দেখা গিয়েছে।

আর তার মাঝেই হঠাৎ করে অভিনেত্রীকে নিচু হতেও দেখা গিয়েছে। আর সেই মুহূর্তেই ক্যামেরাবন্দী হয়েছে কাজলের বক্ষখাঁজ। এদিন হাসিমুখেই পাপারাজ্জিদের সামনে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) কাজলের (Kajol Devgan) এই ভিডিও (Video)।