×
EntertainmentVideoViral Video

নীল শাড়িতে মোহময়ী কাজল, অভিনেত্রীর রুপের আগুনে বেসামাল খেসারি লাল যাদব, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

ইউটিউবে ভোজপুরি গান অথবা সিনেমা ব্যাপকভাবে হিট হয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই খেসারি লাল যাদব (Khesari lal Yadav) ও কাজল রাঘবানি (Kajal Raghwani) জুটিকে। প্রায়শই তাদের ঘাম ঝরানো রোমান্টিক গান ভাইরাল হয়। তেমনই আবারো তাদের একটা দুর্দান্ত গান ভাইরাল হয়েছে। বিখ্যাত ভোজপুরি ‘বাঘি’ (Baaghi) সিনেমার রোমান্টিক গান সামনে এলো। একজন বিখ্যাত ভোজপুরি অভিনেতা ও অন্যজন পুরুষদের মনে ঝড় তোলা অভিনেত্রী। বিখ্যাত এই জুটিকেই বাঘি সিনেমায় রোমান্সে মজতে দেখা গিয়েছিলো।

নীল শাড়িতে মোহময়ী কাজল, অভিনেত্রীর রুপের আগুনে বেসামাল খেসারি লাল যাদব, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা -

বিখ্যাত গানের নাম ‘জাওয়ানিয়া ই বাঘি ভেইল ভা’। গানটি দুস্টু-মিষ্টি খুঁনসুটি ও রোমান্স ভরপুর। গানের শুরুতে খেসারি হাজির হলেন আর্মির পোশাকে। এরপর কাজল সাদা রঙের চুড়িদারে নাচতে শুরু করে। কাজল কার্যত খেসারিকে সম্পূর্ণভাবে আপন করে নিয়েছেন। সম্পূর্ণ  রোমান্সে ভরপুর এই ভিডিওটি কার্যত ‘Khesari Movies and Music’ নামের ইউটিউব চ্যানেল থেকে ১০ মাস আগে আপলোড করা হয়েছিল এই ভিডিও। এখনও পর্যন্ত ২৩ লাখ ভিউস ছাড়িয়ে গেছে।

তার সাথেই সাড়ে তিন হাজার লাইক ও প্রচুর কমেন্ট এসেছে নেটিজেনদের। আর বেশিরভাগ মানুষ ভিডিওতে নায়িকা কাজলের হট মুভসের প্রশংসা করেছেন। তার নাচ ও জবরদস্ত হট এক্সপ্রেশনের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছে সে। নায়িকা আবারো যে নিজেকে সবার সামনে প্রমান করলেন তা বলার অপেক্ষা রাখে না। আপনিও দেখুন এই ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগবে এমন একটা দুর্দান্ত রোমান্টিক ভিডিও।