Bhojpuri Video : খোলা পরিবেশে কাজল রাঘবাণীর সাথে প্রেমের সাগরে ডুব দিয়ে ভরপুর রোমান্স প্রদীপ পান্ডের, ভাইরাল ভিডিও

২০২৩ সালে বেশ কিছু নতুন জুটি পেয়েছে দর্শকরা। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা খুবই কার্যকর। করোনার কারনে সিনেমা হল থেকে বেশ মুখ ফিরিয়ে নিয়েছিলেন দর্শকরা। তবে তারপরে একের পর এক যা সিনেমা রিলিজ হয়েছে তাতে করোনা কার্যত নিজের হার স্বীকার করতে বাধ্য হয়েছে। ঠিক তেমনই ২০২৩ সালে ভোজপুরি সিনেমার মধ্যে দিয়ে এক নতুন জুটি কার্যত কাঁপাচ্ছে গোটা দেশ। আজ সেই সিনেমা নিয়ে কথা বলবো সেখানে অভিনয় করেছিলেন সম্পূর্ণ নতুন এক জুটি। আজ সেই সিনেমার একটি ঘাম ঝরানো গান নিয়েই হাজির হয়েছি আপনাদের জন্য।
Movie : ইস্ক (Ishq)
Song : ই হো জান তাদি পিয়া (E Ho Jaan Tadi Piya)
Cast : প্রদীপ পান্ডে চিন্টু (Pradeep Pandey Chintu), কাজল রাঘবাণী (Kajal Raghwani)।
Singer : গুঞ্জন সিং (Gunjan Singh)
Song Story : দুর্দান্ত সিন্ সিনারির মধ্যে শুট করা হয়েছিল এই গানের দৃশ্য। যেমন সুন্দর প্রেমের এই গান ঠিক তেমনই গানের মধ্যেও এক গভীর রোমান্টিকতাকে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে এক সে এক হট এক্সপ্রেশনে ভরপুর। কাজলের ভারী শরীরকে নিজের করে নিয়েছে প্রদীপ। ছোট পোশাকে দুর্দান্ত লাগছিলো তাঁকে। বেশ কয়েককার একে অপরের শরীরে চুম্বনও দিয়েছেন তারা। গরম করা এই গান দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে।
Channel : ‘Enterr10 Rangeela’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
Views Count : প্রতিবেদন রচনা পর্যন্ত ৩,০১,১৬৫ জন দর্শক দেখে নিয়েছেন এই ভিডিও।
প্রতিবেদনের শেষে কমেন্ট করে আপনারা নতুন নায়কের সাথে কাজলের এই রোমান্স কতটা উপভোগ করলেন তা জানাতে ভুলবেন না।