Bhojpuri Video : রাতের অন্ধকারে হটেস্ট কাজলের সাথে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, তুমুল ভাইরাল ভিডিও

ভোজপুরি সিনেমার কোন নায়ককে আপনার সব থেকে বেশি পছন্দদের। ব্যক্তি বিশেষে উত্তর হয়তো ভিন্ন হবে। তবে খেসারি লাল যাদবকে আপনি ভুলতে পারবেন না। তার চর্চা এখন দেশের সর্বত্র হচ্ছে। নিরাহুয়া কিংবা পবন সিংহের থেকেও যেন খেসারি দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। আপনাদের জানিয়ে রাখি খেসারি লাল যাদব (Khesari Lal Yadav)- বর্তমানে ভোজপুরী ইন্ডাস্ট্রির সবথেকে বড়ো ট্রেনডিং স্টার। এই প্রতিবেদন বলছে না। বরং সাধারণ দর্শক তাঁদের উত্তর জানাচ্ছেন প্রতি মুহূর্তে। তবে এবার আবারো একবার খবরের শিরোনামে উঠেছেন খেসারি লাল যাদব। অবশ্যই একা নন সাথেই আছে তার হট নায়িকা। আজ সেই জুটিরই পুরোনো একটি সিনেমার নতুন ভাইরাল গান নিয়ে হাজির হয়েছি প্রতিবেদনে।
Film – কুলি নম্বর ১ (Coolie No. 1)
Song: এ দুনিয়া আগিয়া হাওয়ে তোহার লাগাওয়াল (Aa Duniya Agiya Hawe Tohar Lagawal)
Singers: খেসারি লাল যাদব, প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh)
Cast: খেসারি লাল যাদব ও কাজল রাঘবাণী (Kajal Raghwani)
Song Story : প্রথমেই জানিয়ে রাখি ভিডিওটি তৈরী ১৮ বছরের বেশি মানুষের জন্য। কারণ পরতে পরতে রয়েছে কঠিন যৌনতা। আগুনের থেকেও অতিরিক্ত গরম হতে দেখা গেছে কাজলকে এই ভিডিওতে। অগ্নি সাক্ষী রেখে সাতপাকে না ঘুরে বরং যৌনতার খেলায় ঝাঁপিয়েছেন খেসারি লাল ও কাজল। শাড়িতে আরও লাস্যময়ী লাগছিলো তাঁকে। খুব অল্প সময়ের জন্য এই পোশাক তার শরীরে ছিল। কারণ ভালোবাসায় পোশাক বাঁধা হয়ে থাকতে পারে না। নায়িকা নিজে খেসারিকে উত্তেজিত করলেন। যেন তাদের চরম উত্তেজনা ক্যামেরার সামনে আটকে রাখা দায় হয়ে গেছে। বেশ কয়েকজন তাদের এই রোমান্স দিব্যি দাঁড়িয়ে দারিয়ে দেখেছেন। তবে তা সিনেমা না দেখলে বোঝা সম্ভব নয়। প্রথম থেকে শেষ পর্যন্ত কার্যত যৌনতার কথাই।
Streaming Channel : ‘Worldwide Records Bhojpuri’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৩ বছর আগে এই ভিডিও সবার সামনে এসেছিলো।
Views Count : এখনো পর্যন্ত ৫৫,৫৮,৭৫৬ জন দর্শক দেখে নিয়েছেন এই দুর্দান্ত ভিডিওটি।
আপনারা এই সিনেমার অন্য গান গুলিও দেখতে পারেন যা এই ধরনেরই যৌনতা ও ঘাম ঝরানোর প্রতিশ্রুতি দিয়ে থাকে।