ভোজপুরি ডিভা কাজল রাঘবাণীর সাথে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভিডিও

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে হামেশাই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। বিভিন্ন ভোজপুরি সিনেমার গান প্রতিদিন ভাইরাল হয়। ইউটিউবের (Youtube) ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। আর এখন তো সুপারস্টার খেসারি লাল যাদবের (Khesari Lal Yadav) নাম দেশ জুড়ে। প্রতিদিন তিনি থাকেন চর্চার কেন্দ্র বিন্দুতে। সেই সূত্র ধরে আবারো ভাইরাল (Viral) হয়েছে তার সিনেমার একটি গান।
ভোজপুরি অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় হলেন কাজল রাঘওয়ানি (Kajal Raghwani)। আর তার সাথেই জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘দুলহীন গঙ্গা পার কে’ (Dulhin Ganga Par Ke) সিনেমায়। সেই সিনেমারই দুর্দান্ত লাস্যময়ী একটি গান ভাইরাল হয়ে উঠেছে। গানের শুরুতেই একঘরে খাটের মধ্যে কাজলের শরীরকে ভোগ করলেন খেসারি। নায়িকার শরীরকে জাপটে ধরলেন খেসারি লাল। একের পর এক চুম্বন বৃষ্টি হলো লাস্যময়ির শরীরে।
কাজলকে শাড়িতে লাগছিলো খুবই লাস্যময়ী তা বলার অপেক্ষা রাখে না। সুন্দর এই গানটির নাম ‘গদি কে মাজা পালং পে’ (Gadi ke Maja Palang Pe)। কার্যত খাট ভাঙা এই গানে এখন মজেছেন সকলে। খেসারি ও কাজলের কেমিস্ট্রি রাতের ঘুম উড়িয়ে দিয়েছে দর্শকদের। তাঁর লাস্যময়ী এক্সপ্রেশনে কাবু হয়ে যান সকলে। কাজলের ফিগার দেখে নিজেকে ধরে রাখতে পারবেন না সকলে।
খেসারি লাল ও হানি বি (Honey B) এই গানটি গেয়েছেন। ‘Yashi Films‘ নামের একটি চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ১.৫ কোটি মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। সাথেই কাজলের শরীরের প্রশংসায় মেতেছেন সকলে। রোমান্স মাখা এই ভিডিওটি আপনাকে অনায়েসেই কাবু করতে পারে। ভিডিওটি দেখে কতটা ঘাম ঝরলো আপনার তা অবশ্যই আমাদের জানাবেন।