×
Entertainment

ইন্টারনেটে এলো নতুন ঘাম ঝরানো ওয়েব সিরিজ ‘কামওয়ালি মানজু’, পরিবারের সামনে ভুলেও দেখবেন না

Kaamwali Manju Web Series: অল্প কিছু দিনের মধ্যেই হকিও (Hokyo) অ্যাপ অ্যাডাল্ট সিরিজের ক্ষেত্রে বিশেষ নাম করেছে। একের পর এক ঘাম ঝরানো সিরিজ কিন্তু প্রতিনিয়ত রিলিজ হচ্ছে সেখানে। তার মধ্যেই নতুন সিরিজ রিলিজ করে দিলো নির্মাতারা। সিরিজের নাম ‘কামওয়ালি মাঞ্জু পার্ট ২’। সিরিজের নাম শুনেই আন্দাজ করা যাবে কি ধরণের রসালো সিন থাকবে সিরিজের মধ্যে। ইউটিউবের মাধ্যমে ট্রেলার সামনে এসেছিল আগেই। সেখান থেকেই দেখা সম্ভব হচ্ছে যে ঠিক কতটা উষ্ণতা দায়ক ও ঘাম ঝরানো হতে চলেছে এই সিরিজ। সিরিজের মুখ্য চরিত্রে থাকবেন অ্যাডাল্ট ওয়েব সিরিজের পরিচিত মুখ প্রিয়াঙ্কা বিশ্বাস (Manju) ও মৌমিতা ভট্টাচাৰ্য (Mitali)।

গল্প অনুযায়ী মঞ্জু নামের একটি মহিলা লোকের বাড়িতে কাজ করে। তার হট ফিগার ও শরীরের লালশায় সব পুরুষেরা কার্যত ঘায়েল। তাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে তারা। মঞ্জু সেই সুযোগে তাদের সাথে শারীরিক সম্পর্ক তৈরী করে ও টাকা নেয়। কিন্তু এমন ভাবেই তৈরী হবে এক সমস্যা। কি সেই সমস্যা তা জানতে হলে দেখুন এই সিরিজটি। প্রথম পর্বটি ছিল ব্যাপক হিট ও ঘাম ঝরানো।

গত ১২ ই অগাস্ট সিরিজটি রিলিজ হয়ে গেছে হকিও অ্যাপের মাধ্যমে। সম্পূর্ণ হিন্দি ভাষায় রিলিজ করেছে যা অনায়েসেই দেখতে পারবেন আপনারা। প্রিয়াঙ্কা বিশ্বাস তার শরীরের উষ্ণতার সাহায্যে কার্যত লজ্জার সব বাধ ভেঙে দিয়েছে। তার আগে অতি অবশ্যই অ্যাপের সাবস্ক্রিপশন নিতে ভুলবেন না যেন। তবে বাড়িতে এই সিরিজ দেখার সময় মনে রাখবেন বাচ্চাদের সামনে কিন্তু ভুলেও দেখবেন না।

উল্লেখ্য এই কন্টেন্ট শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য।