Entertainment

ডিভোর্স না করিয়ে সূর্য ও দীপাকে এক ছাদের তলায় থাকতে বললো বিচারক, ধামাকাদার চমক ‘অনুরাগের ছোঁয়া’য়

Advertisement
Advertisements

ডিভোর্স না করিয়ে সূর্য ও দীপাকে এক ছাদের তলায় থাকতে বললো বিচারক! টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সিরিয়ালের নিয়মিত দর্শকেরা জানেন নিশ্চই দীপার জন্মদিনের গিফ্ট হিসেবে বছরের প্রথমদিনে দীপার হাতে ডিভোর্সের (Divorce) কাগজ ধরিয়েছে সূর্য। আর এই সবটাই মিশকার প্ররোচনায়। সূর্য যেটুকু না ভুল বোঝে তার চেয়েও বেশি মিশকা তাকে ভুল বোঝায়। কাছের বন্ধু যে বছরের পর বছর ধরে তার এভাবে ক্ষতি করে আসছে তা সূর্য বুঝতেও পারেনা।

ডিভোর্স না করিয়ে সূর্য ও দীপাকে এক ছাদের তলায় থাকতে বললো বিচারক, ধামাকাদার চমক ‘অনুরাগের ছোঁয়া'য়

ওদিকে ডিভোর্সের কাগজ দেখে জ্ঞান হারায় দীপা (Dipa)। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যায় সূর্য। আর সেখানে সূর্যই তার চিকিৎসা করে। অবশেষে জ্ঞান ফেরে দীপার। আর তখনই সে তার ডাক্তারবাবুর কাছে কেঁদে বলে তাকে যেন ছেড়ে না যায়। এমনকি তার শাঁখা-সিঁদুরের অধিকার যাতে কেড়ে না নেয় সেকথাও জানায়। কিন্তু সূর্য নানান কথা বললেও ডির্ভোস (Divorce) বাতিলের কোনো সিদ্ধান্তই নেয় না।

ডিভোর্স না করিয়ে সূর্য ও দীপাকে এক ছাদের তলায় থাকতে বললো বিচারক, ধামাকাদার চমক ‘অনুরাগের ছোঁয়া'য়

অবশেষে পরের দিন কোর্টে হাজির হয় দুজনেই। আর সেখানে আরও একবার দীপা-সূর্য (Dipa-Surya) মুখোমুখি হয়। মিশকাও হাজির হয় সেখানে। এমনকি দীপা অসুস্থ হয়ে মাথা ঘুরে গেলে মিশকা সেটাকেও নাটক বলে জানায়। আবারও একবার কান ভাঙ্গায় সূর্যর। অবশেষে নানান বাত-বিতন্দ্রার পর শুরু হয় কোর্টের শুনানি। তার মাঝে মিশকা (Mishka) বারবার কোর্টের কাজে বাধা দেওয়ায় মিশকাকে কোর্ট রুম থেকে বিচারক বের করে দেয়।

ডিভোর্স না করিয়ে সূর্য ও দীপাকে এক ছাদের তলায় থাকতে বললো বিচারক, ধামাকাদার চমক ‘অনুরাগের ছোঁয়া'য়

সূর্য সরাসরি জানিয়ে দেয় যে সে দীপাকে ডিভোর্স (Divorce) দিতে চায়। তার থেকে মুক্তি পেতে চায়। কিন্তু দীপা সরাসরি জানায় যে, সে কোনোভাবেই ডিভোর্স চায় না। দীপার মুখে এই কথা শুনে রেগে যায় সূর্য। তবে, কোর্টের জর্জ জানায় যে, ১০ মিনিট পর সে এই কেসের রায় ঘোষণা করবেন। ওদিকে এই বিরতির মাঝে লাবন্য সেন জর্জের কাছে গিয়ে অনুরোধ জানান যে, যাতে দীপা ও সূর্যর (Dipa-Surya) ডিভোর্স যাতে না হয়। এরপর বিচারক ডিভোর্স না করিয়ে সূর্য ও দীপাকে এক ছাদের তলায় ৬ মাস থাকতে বললো বিচারক। এখন দেখার পালা আগামী দিনে কোনদিকে মোড় নেয় দীপা ও সূর্যর জীবন।