×
EntertainmentVideo

রাহুল-কিয়ারা’র মুখোশ খুলতে দীর্ঘদিন পর ফের এন্ট্রি নিচ্ছে সাংবাদিক শ্রুতি, ‘গাঁটছড়া’য় আসছে বড়সড় চমক

রাহুল-কিয়ারার (Rahul-Kiara) মুখোশ খুলতে পর্দায় ফিরছে শ্রুতি। এই মুহূর্তে স্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛গাঁটছড়া’ (Gantchhora)। সিরিয়ালে একের পর এক চমক আসতে চলেছে। দিন কয়েক আগেই ফাঁস হয়ে দত্তদের মুখোশ। আর এবার পালা রাহুল-কিয়ারা পর্দা ফাঁস হওয়ার। যদিও ইতিমধ্যে ঋদ্ধি ধরে ফেলেছে কিয়ারার ষড়যন্ত্র। সিংহরায় দের জন্য কিয়ারা কোনো গয়নার ডিজাইনই বানাতো না। খড়ি যে গয়নার ডিজাইন বোস বাবুকে বিক্রি করতো সেগুলোকেই সে নিজের বলে চালাতো।

রাহুল-কিয়ারা’র মুখোশ খুলতে দীর্ঘদিন পর ফের এন্ট্রি নিচ্ছে সাংবাদিক শ্রুতি, ‘গাঁটছড়া'য় আসছে বড়সড় চমক -

এমনকি অন্যদিকে রাহুলও (Rahul) দ্যুতির (Dyuti) উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার ছবিকে কারুকার্য করে পত্রিকায় ছাপিয়ে দেয়। ‛গাঁটছড়া’ ধারাবাহিক শুরুর সময়ে দেখা মিলেছিল শ্রুতির। সাংবাদিকের চরিত্রে অভিনয় করা এই মেয়েটির প্রেমে পড়েছিল অনেক পুরুষই। এরপর রাহুলের পর্দা ফাঁস হওয়ার পর ধারাবাহিক থেকে বিদায় নিয়ে শ্রুতি। ফের আবার রাহুলের ষড়যন্ত্র ফাঁস করতে পর্দায় ফিরছে শ্রুতি।

এবার তাকে খড়ি ও দ্যুতিকে সাহায্য করতে দেখা যাবে। শ্রুতির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী সুনন্দা চক্রবর্তীকে। ‛গাঁটছড়া’ ছাড়াও এই অভিনেত্রীকে ‛তুমি যে আমার’ ধারাবাহিকে নায়কের বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। শ্রুতির এন্ট্রি দেখে বোঝাই যাচ্ছে যে, ‛গাঁটছড়া’ তে জমজমাট পর্ব আসতে চলেছে।

সম্প্রতি অভিনেত্রী সুনন্দাও নিজের ফেসবুক হ্যান্ডেলে তার কাজের কয়েকটি ছবি শেয়ার করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন যে, শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর সহযোগিতায় শ্রুতি আবার ফিরে এলো ‛গাঁটছড়া’ তে। আজ দেখতে ভুলোনা সন্ধ্যে ৭ টায় স্টার জলসা। ভালোবাসি সবাইকে’।