Entertainment

জিৎ, প্রসেনজিৎ থেকে দেব, জানুন একটি ছবি করার জন্য কত পারিশ্রমিক নেন টলি অভিনেতারা

টলিউড ইন্ডাস্ট্রির কথা উঠলেই প্রথমে যাদের কথা উঠে আসে তাদের মধ্যে একজন হলেন জিৎ (Jeet)। বর্তমানে তিনি বাংলা চলচ্চিত্র জগতের একজন নাম। যদিও তার ভালো নাম জিতেন্দ্র মাদনানী। তাঁর ফ্যান না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। জন্মসূত্রে জিৎ বাঙালি না হলেও বড় হয়েছেন দক্ষিণ কলকাতায়। পারিবারিক সমস্যার কারণে পড়াশোনায় বেশিদূর এগোতে পারেননি তিনি।

১৯৯৩ সালে বিভিন্ন পত্র পত্রিকায় তিনি মডেলিংয়ের কাজ শুরু করেন। তারপর প্রবেশ করেন অভিনয় জগতে। ১৯৯৪ সালে ‛বিষবৃক্ষ’ নামের একটি বাংলা ধারাবাহিক দিয়েই শুরু করেন যাত্রা। এরপর ২০০১ সালে তেলেগু ‛চান্দু’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় ডেবিউ হয়। তারপর ২০০২ সালে বাংলা ‛সাথী’ সিনেমা দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছান। এরপর নাটের গুরু, শত্রু, জোশ, ফাইটার সহ একাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। এখন তাঁর জনপ্রিয়তা রীতিমতো তুঙ্গে।

বলতে গেলে তিনিই এখন টলিউডের (Tollywood) সুপারস্টার। তবে, সিনেমা ছাড়াও ‛ডান্স বাংলা ডান্স’-র বিচারকের আসনে থাকা থেকে শুরু করে শোয়ের সঞ্চালনা সবটাই বেশ দক্ষতার সঙ্গে করে গেছেন তিনি। এছাড়াও একটি প্রোডাকশন হাউজের মালিক তিনি। তবে, আপনি কি জানেন জিতের মোট সম্পত্তির পরিমান কত? একেকটি ছবি করার জন্য কত টাকাই বা দাবি করেন তিনি? আজকের প্রতিবেদনে জানাবো সে বিষয়েই।

জিৎ (Jeet)

একজন অবাঙালি হয়েও বাংলা ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন অভিনেতা জিৎ। বর্তমানে তিনি ৪০ কোটি টাকার মালিক। একেকটি ছবি করতে তিনি ৪০ লক্ষ টাকা নিয়ে থাকেন।

তবে, জানেন কি জিতের চেয়ে সম্পত্তির দিক থেকে বলুন বা ছবি করার জন্য টাকা নেওয়ার দিক দিয়ে প্রসেনজিৎ ও দেব বেশি এগিয়ে। তারা কত টাকা পারিশ্রমিক নেন সেটা এবার চলুন জেনে নেওয়া যাক।

প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee)

বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। বছরের পর বছর ধরে সমানতালে কাজ করে চলেছেন। তার জনপ্রিয়তা এতটুকুও কমেনি। সম্পত্তির দিক থেকেও তিনি এগিয়ে রয়েছেন বাকি সবার চেয়ে। প্রসেনজিতের মোট সম্পত্তির পরিমান ৪২০ টাকার কাছাকাছি। সিনেমা পিছু তিনি ৮৫ লক্ষ টাকা নিয়ে থাকেন।

দেব (Dev)

উত্তম কুমারের পর যাকে মহানায়ক হিসেবে ধরা হয় তিনি হলেন দেব। তিনি বঙ্গভূষণ উপাধিতেও ভূষিত হয়েছেন। রচনার বিপরীতে ‛অগ্নিশপথ’ সিনেমা দিয়ে বড়পর্দায় পা রেখেছিলেন। এরপর ধীরে ধীরে জায়গা করে নেন দর্শকদের মনে। অভিনেতার পাশাপাশি তিনি একজন সাংসদও বটে। দেবের সম্পত্তির পরিমান ৯৭ কোটি টাকা। আর প্রতিটি সিনেমা পিছু তিনি ১ থেকে ২ কোটি টাকা নিয়ে থাকেন।

তাহলে, জেনে গেলেন নিশ্চই কার সম্পত্তি কত।