Advertisement
Entertainment

ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসেবে ফ্যাশন শোয়ের মঞ্চে যীশু কন্যা সারা, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

Advertisement
Advertisements

সারার (Sara) প্রশংসায় পঞ্চমুখ সৃজিত! ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে ফ্যাশান শোয়ের মঞ্চে যীশু কন্যা সারা। ২০১৮ সালে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‛উমা’-তে প্রথমবার তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। আর সেই সিনেমায় সারার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তার রিয়েল লাইভ বাবা যীশু সেনগুপ্ত। আর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসেবে ফ্যাশন শোয়ের মঞ্চে যীশু কন্যা সারা, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

Advertisements

মাত্র ১৩ বছর বয়সে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন সারা। আর এবার ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসেবে নির্বাচিত হয়েছেন সারা সেনগুপ্ত। আর তাই তাকে নিয়ে এখন সরগরম নেটমাধ্যমে। সম্প্রতি সৃজিত নিজের ফেসবুক হ্যান্ডেলে সারার মডেল হিসেবে হাঁটার একটি ছবি পোস্ট করে লিখেছেন যে, ‛আমার ছোট্ট উমা সারা বিশ্বের শত শতদের মধ্যে ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে নির্বাচিত হয়েছে। র‍্যাম্পে হেঁটেছেন অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে। আর ও সবটাই করেছে তাঁর নিজের চেষ্টায়। আমি গর্বিত, গর্বিত গর্বিত’।

Advertisements

ওদিকে সৃজিত মুখোপাধ্যায়ের এই পোস্টে ভালোবাসা প্রকাশ করেছেন সারার মা নীলঞ্জনা সেনগুপ্ত লিখেছেন যে, ‛প্রশিক্ষণ শুরু হয়েছিল উমা থেকেই’। জানা গিয়েছে এই শোয়ের জন্য নাকি কলকাতার সুপার মডেল নয়নিকা চট্টোপাধ্যায়ের কাছ থেকে বেশ কিছুদিন তালিম নিয়েছেন সারা। মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে আয়োজন করা হয়েছিল এই ফ্যাশান শোয়ের।

ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসেবে ফ্যাশন শোয়ের মঞ্চে যীশু কন্যা সারা, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

আর এই শোয়ের উদ্যোক্তা ছিলেন ইউরোপের নামী ফ্যাশান ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওর। আর সেই ফ্যাশান শোয়ের র‍্যাম্পে হেঁটে তাক লাগিয়েছেন যীশু কন্যা সারা। এদিন এই শোয়ে হাজির ছিলেন বলিউডের নামজাদা সব শিল্পীরা। তারা হলেন অনুষ্কা শর্মা, সোনম কাপুর, অনন্যা পান্ডে, রেখা, অর্জুন কাপুর। এছাড়াও হাজির ছিলেন বিরাট কোহলি।