Entertainment

Icche Putul : সমস্ত অপেক্ষার অবসান, শেষমেষ মেঘের প্রেমে পড়লেন জিষ্ণু! প্রকাশ্যে প্রমো

Icche Putul: সময় যত এগোচ্ছে ততই জনপ্রিয়তা বাড়ছে জি বাংলার জনপ্রিয় মেগা ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)-এর। ধারাবাহিক সম্প্রচারের আগে ছিল বহু সমালোচনা। তবে বর্তমানে বদলে গিয়েছে সবটাই। টিআরপি তালিকায় সেভাবে ম্যাজিক দেখাতে না পারলেও বাঙালি দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়া সর্বত্রই চলছে ব্যাপক চর্চা।

নিত্যদিন যারা এই ধারাবাহিক দেখেন তারা জানেন যে মেঘের সবচেয়ে বড় শত্রু তার নিজের দিদি ময়ূরী। ইতিমধ্যেই বোনের বিরুদ্ধে মিথ্যে কথা বলে তাকে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত করেছেন কুটনি ময়ূরী। অন্যদিকে ‘দুশ্চরিত্রা’ তকমা জুটতেই নিজেকে সম্পূর্ণ বদলে নিয়েছেন মেঘ। ইতিমধ্যে অবশ্য ধারাবাহিকে এন্ট্রি হয়েছে নয়া-নায়ক জিষ্ণুর। দর্শকরা চাইছেন, অবিলম্বে নীলকে ডিভোর্স দিয়ে জিষ্ণুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়ুক মেঘ।

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে গাঙ্গুলী বাড়িতে গিয়ে ফের একবার মিথ্যের ঝুলি খুলে বসেছেন ময়ূরী। এমনকি তার বলা প্রতিটি কথায় বিশ্বাস করেছেন ওই পরিবারের বেশিরভাগ সদস্য। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ফের একবার প্রাক্তন প্রেমিকাকে বিশ্বাস করে স্ত্রীকে অবিশ্বাস করেছেন নীল। সে সকলকে জানিয়ে দিয়েছে খুব শীঘ্রই নিজের ভুল শুধরে নিয়ে ময়ূরীকে বিয়ে করবে সে।

আর এসবের মাঝেই প্রকাশ্যে চলে এলো ধারাবাহিকের ধামাকাদার পর্ব। আগামী পর্বে দেখা যাবে, বাড়িতে একা বসে বসে নিজের স্মার্টফোনে মেঘের ছবি দেখছেন জিষ্ণু। প্রিয় বন্ধুকে কি উপহার দেবেন তা নিয়ে তার মন ভারাক্রান্ত। অন্যদিকে আবার মেঘকে জ্বালানোর জন্য নীলের ইউনিভার্সিটিতে হাজির হয়েছেন ময়ূরী। একসঙ্গে তারা চলে গেলেন শপিং করতে। কি হবে এবার? আদৌ কি ময়ূরীর ভালো মুখোশীর চেহারা খুলে যাবে সকলের সামনে? জানতে হলে অবশ্যই নজর রাখতে হবে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকের আগামি পর্বগুলিতে।