Entertainment

Aslimonalisa: টুকটুকে লাল পোশাকে লাস্যময়ী মোনালিসা, ঝুমা বৌদির রূপের আগুনে ক্লিন বোল্ড নেটিজেনরা

Advertisement

কথায় বলে ‘ওল্ড ইজ গোল্ড’, ঝুমা বৌদিও ঠিক তেমনটাই। দুপুর ঠাকুরপো শেষ হয়ে গেলেও ঝুমা বৌদি ওরফে মোনালিসা (Monalisa) রয়ে গিয়েছে সকলের মনে। যদিও তার আসল নাম অন্তরা বিশ্বাস (Antara Biswas)। কোনো না কোনো কারণে তিনি প্রায়শই উঠে আসে সংবাদের শিরোনামে। আর এবারও ঘটেছে তেমনটাই। হট লুকে ফের সোশ্যাল মিডিয়ায় (Social Media) উষ্ণতার পারদ চড়িয়েছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

সম্প্রতি মোনালিসা (Monalisa) নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করেছেন। একেকটি ছবিতে একেক রকম লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। তাঁর পরনে রয়েছে লাল রঙের টপ ও লাল রঙের স্কার্ট। কখনও মাটিতে বসে আবার কখনও দেওয়ালে নিজের মতো ভঙ্গিমায় পোজ দিয়েছেন ‘ঝুমা বৌদি’। ছবি শেয়ার করে মোনালিসা ক্যাপশনে লেখেন যে- ‘সামটাইম আই পোজ। বাট সামটাইমস আই পোজ অ্যাস পোজিং’। সঙ্গে বেশ কয়েকটি লাভ ইমোজি দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

এমনকি হ্যাজট্যাগ দিয়ে লেখেন যে-গুড মর্নিং, ওয়াল্ড। ছবি শেয়ার করতেই একের পর এক কমেন্টে ভরে যায় অভিনেত্রীর কমেন্ট বক্স। কেউ লিখেছেন- ‘হট’। কেউ আবার ‘গর্জিয়াস’। আবার কেউ তো প্রকাশ্যেই মোনালিসাকে (Monalisa) ‘আই লাভ ইউ’ বলেছেন। ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী যতদিন যাচ্ছে ততই তাঁর রূপে মুগ্ধ করছেন ভক্তদের। বরাবরই লাস্যময়ী ভঙ্গিতে শরীরী উন্মাদনায় ধরা দেন মোনালিসা।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

তাঁকে দেখতে সারাদিনই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভিড় উপচে পরে। বয়স যেন কেবল একটা সংখ্যামাত্র তা বারেবারেই প্রমান করেছেন মোনালিসা। এবারেও তাঁর ব্যাতিক্রম হয়নি। তাঁকে দেখে চোখ সরানো দায়। মনে হচ্ছে যেন কোনো অষ্টাদশীর যুবতী। সম্প্রতি মোনালিসার এই ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)