Entertainment

দুধ সাদা পোশাকে উন্মুক্ত চিকন উরু, কিলার লুকে পুরুষ ভক্তদের ঘাম ঝরালেন ‘ঝুমা বৌদি’ মোনালিসা

Advertisement

৩৯ বছর বয়সী অভিনেত্রী অন্তরা বিশ্বাস (Antara Biswas)। তবে অন্তরা বললে অনেকেই তাকে চিনবেন না হয়তো। কারণ আমাদের সবার প্রিয় ঝুমা বৌদিকে ‘মোনালিসা’ (Monalisa) নামেই তো চেনেন সবাই। ভোজপুরি ইন্ডাস্ট্রির ‘কুইন’ বলা চলে তাকে। সোশ্যাল মিডিয়াতে (Social Media) সুইম শুট থেকে শাড়ি পরা, সব অবস্থাতেই অনুরাগীদের জন্য ফটো আপলোড করেন তিনি। তার লাস্যময়ী ফিগার ও ঘাম ঝরানো পোজে বারবারই হোঁচট খান পুরুষ নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

এবারও ঠিক তার ব্যাতিক্রম হলো না। নিজের ইন্সটা হ্যান্ডেলে সাদা রঙের পলকা ডট ড্রেসে ধরা দিলেন অভিনেত্রী। ব্যালকনিতে ও বিছানায় এই ড্রেসে ফটোশুট করে ফটো আপলোড করেছেন তিনি। ন্যুড মেকআপ লুক, খোলা চুল ও প্রতিটি ফটোয় উষ্ণতা বাড়ানো পোজ যা অনায়েসেই মন কেড়ে নিয়েছে সবার। কোনো ফটোয় তার হাসির ঝলক, আবার কোনো ফটোয় তার সম্পূর্ণ শরীরে পোজ দিতে দেখা মিলেছে তার।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

৩৯ হাজারের বেশি মানুষ শুধুমাত্র লাইক দিয়েছেন ফটোগুলিতে। তার মধ্যেই কমেন্টের বন্যা দেখা দিয়েছে মোনালিসার উদ্দেশ্যে। যেমন একজন বলেছেন -‘নায়িকা হলে এমন সুন্দর হওয়া উচিত নাহলে না।’ আবার অন্য একজন লিখেছেন -‘সব ঠাকুরপো গুলো শেষ হয়ে গেল’। তারসাথেই লাভ হার্ট ইমোজি দিয়ে নিজেদের ভালোবাসা জাহির করেছেন বহু মানুষ।