Aslimonalisa: কালো শাড়ি-লাল লিপস্টিকে পুরুষ ভক্তদের মনে ঝড় তুললেন মোনালিসা ‘ঝুমা বৌদি’

কথায় বলে ‘ওল্ড ইজ গোল্ড’, ঝুমা বৌদিও ঠিক তেমনটাই। দুপুর ঠাকুরপো শেষ হয়ে গেলেও ঝুমা বৌদি ওরফে মোনালিসা রয়ে গিয়েছেন সকলের মনে। যদিও তাঁর আসল নাম অন্তরা বিশ্বাস (Antara Biswas)। কোনো না কোন কারণে তিনি প্রায়শই উঠে আসে সংবাদের শিরোনামে। আর এবারও ঘটেছে তেমনটাই। শাড়ি লুকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) উষ্ণতার পারদ চড়িয়েছেন অভিনেত্রী।
ভোজপুরী সিনেমায় নিজের অভিনয় দক্ষতার গুনে আলাদাই একটি জায়গা করে নিয়েছেন মোনালিসা (Monalisa)। তবে, আপাতত তাঁকে স্টার প্লাসের শো স্মার্ট জোড়িতে দেখা যাচ্ছে। স্বামীর সঙ্গে এই শোতে অংশ নিয়েছেন অভিনেত্রী। দর্শকরাও তাঁদের বেশ পছন্দ করেছেন। সম্প্রতি সেই মঞ্চ থেকেই শাড়ি লুকে নেটিজেনদের তাক লাগালেন অভিনেত্রী। তাঁর পরনে রয়েছে জমকালো কালো রঙের শাড়ি। শাড়ির বর্ডারে রয়েছে আয়নার কাজ।
এই জমকালো শাড়িটি কালো হ্যাল্টারনেক ব্লাউজ দিয়ে ক্যারি করেছেন মোনালিসা (Monalisa)। কানে বড় ইয়ার রিং, আঙুলে আংটি ও দুহাতে কালো রঙের চুড়ি। কালো আইশ্যাডো, কপালে ছোট্ট টিপ ও ঠোঁটে গাঢ় লিপস্টিকে মোনালিসার এই গ্ল্যাম লুক মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। তবে, এই লুকে তাঁর লম্বা বিনুনি সহ পোশাক সবটাই আরও একবার মনে করিয়ে দিচ্ছে ‘নজর’ ধারাবাহিকে তাঁর লুকের কথা। এমনকি মোনালিসা হ্যাশট্যাগ দিয়েও সেকথা জানিয়েছেন।
View this post on Instagram
নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলেই এই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে লেখেন যে-‘সৌন্দর্য হল হৃদয়ের ভিতরে থাকা একটি আলো’। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন যে-ড্রায়ান, নজর, মোহনা, মোনালিসা, স্মার্টজোরি, স্টারপ্লাস, লাভ, মাইলুক। ছবি শেয়ার করতেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়েছেন মোনালিসার কমেন্ট সেকশন। কেউ তাঁকে ‘কিউটি’, আবার কেউ ‘বিউটি’ বলে তাঁর রূপের প্রশংসা করেছেন। তবে, অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja Banerjee) তাঁকে এই শোয়ের জন্য তাঁকে ‘অল দ্য বেস্ট’ জানিয়েছেন।