সুন্দরী কমলা, তীব্র শরীরী মোচড়ে হট ড্যান্স ‘ঝুমা বৌদি’ মোনালিসার, দেখে ঘাম ছুটেছে ভক্তদের

‛সুন্দরী কমলা নাচে’ রিমিক্স গানে নেচে নেটমাধ্যমে ঝড় তুললেন ভোজপুরী অভিনেত্রী মোনালিসা (Monalisa)। যদিও তার ভালো নাম অন্তরা বিশ্বাস (Antara Biswas) । তবে, সকলেই তাকে মোনালিসা নামেই বেশি চেনেন। একটাসময় চরম দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কেটেছিল মোনালিসার। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই ছিল তার দিনযাপন। এরপর বাবার ব্যবসা ক্ষতির মুখে পড়তেই আর্থিক অভাবের মধ্যে পড়তে হয় তাকে।
View this post on Instagram
আর এই পরিস্থিতিতে মাত্র ১৫ বছর বয়স থেকে কাজ শুরু করেন মোনালিসা। এরপর আসেন মডেলিংয়ে। আর তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি। তার প্রথম ভোজপুরী সিনেমা হল ‛কাহা যাইবা রাজা নজরিয়া লড়াইকে’। সিনেমায় তার অভিনয় দক্ষতা সহ সৌন্দর্য্যে দুটোই নজর কেড়েছিল। বর্তমানে তাকে সবাই ‛হইচই’- র (Hoichoi) ‛দুপুর ঠাকুরপো’ (Dupur Thakurpo) ওয়েব সিরিজের (Web series) ‛ঝুমা বৌদি’ (Jhuma Boudi) নামেই বেশি চেনেন।
এই সময়ে দাঁড়িয়ে মোনালিসার জনপ্রিয়তা একেবারে আকাশ ছোঁয়া। মাঝে মধ্যেই ধরা দেন নিত্যনতুন হট লুকে। আর যা দেখে পুরুষ ভক্তদের মনে চড়ে উষ্ণতার পারদ। কখনও ভারতীয় পোশাকে আবার কখনও পশ্চিমি পোশাকে ছবি শেয়ার করেন। বলা ভালো সব ধরণের পোশাকেই সমানভাবে সাবলীন অভিনেত্রী। প্রতিটি লুকেই তাকে অসাধারণ লাগে।
View this post on Instagram
৩৯ বছর বয়সী এই অভিনেত্রী যতদিন যাচ্ছে ততই তাঁর রূপে মুগ্ধ করছেন ভক্তদের। সম্প্রতি এবার তাকে ঘরের মধ্যে শাড়ি পরে ‛সুন্দরী কমলা নাচে’ বাংলা ও হিন্দি গানের রিমিক্স-এ নাচতে দেখা গেল। তার পরণে কমলা রঙের শিফনের শাড়ি সঙ্গে স্লিভলেস ব্লাউজ। হাতে চুড়ি। খোলা চুল ও মানানসই মেকআপে একেবারে মোহময়ী মোনালিসা।
View this post on Instagram
ভিডিও (Video) শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛বাংলা গান’। সঙ্গে হার্টের ইমোজি দিয়েছেন। ভিডিও ভাইরাল হতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। সকলেই রীতিমতো মুগ্ধ তার রূপ ও নাচের স্টেপে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ফের ভাইরাল (Viral) মোনালিসার হট মুভসয়ের ভিডিও।