×
Entertainment

সুইমিং পুলে কালো বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন ঝুমা বৌদি, মুহূর্তে ভাইরাল ছবি

দুপুর ঠাকুরপো সিরিজ দিয়ে টলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ঝুমা বৌদি যার রূপে গুণে মুগ্ধ ভক্তরা। ঝুমা বৌদি নামে পরিচিত হলেও তার আসল নাম মোনালিসা। সোশ্যাল মিডিয়াতে তিনি খুব জনপ্রিয়, সেটা তার ইনস্টাতে ফলোয়ারের সংখ্যাই বলে দেয়।

২০১৬ সালে বিয়ে করে এখন সুখে সংসার করছেন। নানা মজার ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। আবার কখনও প্রেমময় মুহূর্তের ছবিও আপলোড করতে দেখা যায় অভিনেত্রীকে। দূর্গা পূজা শেষ হয়েছে কদিন আগেই। আর এখন উৎসব শেষ হতে না হতেই হলিডে মুডে চলে এসেছেন বাংলার ঠাকুরপোদের জনপ্রিয় ঝুমা বৌদি। ইতিমধ্যেই ঘুরতে বেরিয়ে পড়েছেন তিনি।

ADVERTISEMENT

আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভোলেননি। ছবিতে দেখা যাচ্ছে সুইমিং পুলের পাশে কালো বিকিনি পরে বসে রয়েছেন ঝুমা বৌদি ওরফে মোনালিসা। এর আগেও সুইমিং পুলের নানা ছবি শেয়ার করেছিলেন। তবে এবারের ব্যাপারটাই আলাদা। তাঁকে বিকিনি পড়ে একদম হট লাগছে।  রাতারাতি ভাইরালও হয় তার ছবি।

প্রসঙ্গত, তার নামে শোনা যায় যে তিনি বাবার বয়সী পুরুষের সাথে ছবছর লিভ ইন করেছিলেন, যার হাত ধরে তিনি একসময় কোলকাতা থেকে মুম্বাই এসেছিলেন। তবে এখন সে সব পিছনে ফেলে চুটিয়ে সংসার করছেন তিনি।

ADVERTISEMENT

Related Articles