×
Entertainment

বলিউড কলিং ঝিলম গুপ্তার! করণ জোহরের প্রযোজনায় অভিনয় করবেন জনপ্রিয় বাঙালি ইউটিউবার

বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ঝিলম গুপ্তা (Jhilam Gupta) এবার কাজ করবেন করণের প্রযোজনা সংস্থায়। নিজের মুখেই সেকথা জানালেন ক্রিয়েটার। আশাকরি তার পরিচয় নতুন করে দেওয়ার নেই। কোনো সিরিয়ালের কন্টেন্ট হোক বা ছবির কোনো রিভিউ ভিডিও সেটাকে নিজের দৃষ্টিভঙ্গিতে প্রেজেন্ট করতে তাকে দেখা যায়। আর যা হাসির ছলেই করেন। নেটিজেনরাও তার এই ভিডিও বেশ পছন্দ করেন।

বলিউড কলিং ঝিলম গুপ্তার! করণ জোহরের প্রযোজনায় অভিনয় করবেন জনপ্রিয় বাঙালি ইউটিউবার -

লাইক, কমেন্টের বন্যায় ভরে তার কমেন্টবক্স। বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে একজন হলেন এই ঝিলম। সোশ্যাল মিডিয়ায় হাত ধরে বহু প্রতিভা আমাদের চোখের সামনে উঠে আসে। বিশেষত লকডাউন চলাকালীন এই প্রতিভার সন্ধান পেয়েছেন মানুষজন। বাড়িতে বসে সময় কাটানোর জন্য একমাত্র সঙ্গী হয়ে উঠেছিল এই সোশ্যাল মিডিয়া। আর আজ সেই মাধ্যম ধরেই কত মানুষ যে জনপ্রিয় হয়ে উঠেছেন তার কোনো হিসেব নেই।

বলিউড কলিং ঝিলম গুপ্তার! করণ জোহরের প্রযোজনায় অভিনয় করবেন জনপ্রিয় বাঙালি ইউটিউবার -

অ্যান্থোলজি সিরিজের প্রযোজনা করতে চলেছেন করণ (Karan Johar)। আর সেখানেই বাংলার এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ঝিলম গুপ্তাকে দেখা যাবে। আর এই বিষয়ে সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যম যোগাযোগ করেছিল ঝিলামের সঙ্গে। এই বিষয়ে দেওয়া সাক্ষাৎকারে ইউটিউবার নিজের মুখেই সবটা স্বীকার করেছেন। তবে, এই বিষয়ে ঝিলম এখনই বিশেষ কিছু বলতে রাজি নয়। সময়ের সঙ্গে সঙ্গেই তিনি সবটা খোলসা করতে চান।

বলিউড কলিং ঝিলম গুপ্তার! করণ জোহরের প্রযোজনায় অভিনয় করবেন জনপ্রিয় বাঙালি ইউটিউবার -

এই ছবি পরিচালনার দায়িত্বে থাকবেন কোলিন ডি’কুনহার। স্বভাবতই ঝিলামের এই কাজ করা নিয়ে বেশ খুশি তার অনুরাগীরা। এবার শুধু অপেক্ষার পালা ছবি রিলিজের।