×
Entertainment

এখনও সাউথের ছবিতে অভিষেক হয়নি, তার আগেই ‘জাতীয় ক্রাশ’ রশ্মিকাকে টেক্কা দিচ্ছেন জাহ্নবী

বলিউডের (Bollywood) তারকাদের দক্ষিণ ভারতীয় সিনেমার দিকে যাওয়ার ঝোঁক সবাই জানেন। কিছুদিন আগেই ক্যাটরিনা (Katrina Kaif) দক্ষিণে কাজ করেছেন। আগামী দিনে জাহ্নবী কপূর (Janhvi Kapoor) দক্ষিণী ছবিতে কাজ করবেন বলে শোনা যাচ্ছে। এই বিষয়ে জানা গেছে যে তিনি খুব বেশি পারিশ্রমিক দাবী করছেন প্রযোজকদের কাছে। রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) কাছাকাছি বা তার চেয়ে বেশি পারিশ্রমিক জাহ্নবী দাবী করছেন বলে শোনা যাচ্ছে।

এখনও সাউথের ছবিতে অভিষেক হয়নি, তার আগেই ‘জাতীয় ক্রাশ' রশ্মিকাকে টেক্কা দিচ্ছেন জাহ্নবী -

ভারতবিখ্যাত নায়িকা শ্রীদেবী (Sridevi) ও বনি কাপুরের (Boney Kapoor) বড় মেয়ে জাহ্নবী “ধড়ক” সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এছাড়াও “গুঞ্জন সাক্সেনা”, “রুহি”, “মিলি” ইত্যাদি সিনেমায় নিজের অভিনয় প্রতিভার সাক্ষর রেখেছেন। তাঁর আগামী সিনেমার মধ্যে “বাওয়াল”, ”মিঃ এন্ড মিসেস মাহি” উল্লেখযোগ্য। শোনা যাচ্ছে দক্ষিণী ছবির নায়ক জুনিয়র এনটিআরের (Jr NTR) সঙ্গে কাজ করার সুযোগ এসেছে তাঁর কাছে।

এখনও সাউথের ছবিতে অভিষেক হয়নি, তার আগেই ‘জাতীয় ক্রাশ' রশ্মিকাকে টেক্কা দিচ্ছেন জাহ্নবী -

‘পুষ্পা’ ছবির অসাধারণ সাফল্যের পর রশ্মিকা মন্দনার চাহিদা ও জনপ্রিয়তা এখন তুঙ্গে। শোনা যায় প্রতি ছবিতে তিনি আগে ২ কোটি নিতেন। এখন ৫ কোটি টাকা নিচ্ছেন তিনি। জাহ্নবী তাঁর কাছাকাছি টাকা দাবী করছেন। তিনি জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করার জন্য খুবই উৎসুক। এই প্রসঙ্গে তিনি বলেন “আমি আগেও বলেছি, ওঁর পারফরম্যান্স ভীষণ পছন্দ করি। উনি বড় মাপের শিল্পী। ওঁর সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আমারও। সুযোগের অপেক্ষা করছি।”

এখনও সাউথের ছবিতে অভিষেক হয়নি, তার আগেই ‘জাতীয় ক্রাশ' রশ্মিকাকে টেক্কা দিচ্ছেন জাহ্নবী -

জাহ্নবীর মা শ্রীদেবী দক্ষিণী ছবি দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন। বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমার একজন উজ্জ্বল তারকা ছিলেন তিনি। জাহ্নবী মায়ের রাস্তাতেই হাঁটতে চলেছেন বলে অনেকের ধারণা। দেখা যাক তিনি কতটা সফল হন।