Entertainment

Jeetu-Nabanita: বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই নবনীতার সঙ্গে ছবি দিলেন জিতু, একসাথে থাকার পরামর্শ নেটপাড়ার

বিচ্ছেদ-জল্পনার মাঝে জিতুর নতুন পোস্ট ঘিরে উত্তাল নেটপাড়া! বর্তমানে এই তারকা দম্পতির বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ার হট টপিক। কিছুদিন আগেই নবনীতা (Nabanita Das) এক পোস্টের মাধ্যমে তাদের সম্পর্কের সমীকরণ স্পষ্ট করেছিলেন। অভিনেত্রী লিখেছিলেন যে, ‛টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা। একজনের জন্য বানানো গ্রিন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা। টাওয়াল শেয়ার হবেনা। সানস্ক্রিন ভাগাভাগি হবেনা। কিছুই আর একসাথে হবেনা। তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো। গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে সবটাই শিখিয়ে দিয়েছো’।

অভিনেত্রী আরও লিখেছেন যে, ‛লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো। তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই। প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক। ভালো থাকো জিতু কমল’। আর তারপরই হইচই নেটমাধ্যম জুড়ে। এতটা ফানলাভিং, চনমনে একটি জুটির বিচ্ছেদ ভক্তরা একেবারেই মেনে নিতে পারেননি।

তবে, নবনীতা প্রথম থেকেই বিষয়টি নিয়ে স্পষ্ট জানিয়েছেন। এমনকি এও বলেছেন তাদের বিচ্ছেদ কোর্ট অবধিও গড়িয়েছে। তবে, জিতু বিষয়টি ধোঁয়াশার মধ্যে রেখেছেন। আর তারই মাঝেই হঠাৎ জিতু নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন। যেখানে জিতু (Jeetu) ও নবনীতাকে (Nabanita Das) পাশাপাশি হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবি শেয়ার করে জিতু ক্যাপশনে লিখেছেন যে, ‛নাম-ময়োহো-রেঙ্গে-কিও’। আসলে এটি একটি বৌদ্ধ মন্ত্র।

জাপানী ভাষায় লেখা এই মন্ত্রটি নিয়মিত অনুশীলনের মাধ্যমে কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে কি সত্যিই জিতু কোনো কঠিন সমস্যার মধ্যে পড়েছেন? আর ওদিকে আবার নবনীতার (Nabanita Das) সঙ্গে এই ছবি পোস্ট করায় অনেকেই আবার ভেবেছেন তাহলে তারা সবকিছু ঠিক করার পথে এগোচ্ছেন নাকি। যদিও ভক্তরা তেমনটাই চায়। তবে, এই নিয়ে এবারেও জিতু (Jeetu) মুখে কুলুপ এঁটেছেন।

বরং জিতু জানিয়েছেন যে, এই বিষয়টি নিয়ে তিনি কোনো কথা বলবেন না। তার দিতে ইচ্ছে হয়েছে তাই তিনি দিয়েছেন। ব্যাক্তিগত জীবন তিনি ব্যাক্তিগত রাখতেই পছন্দ করেন বলেই তার মত। এখন শুধু দেখার পালা আগামী দিনে তাদের সম্পর্ক কোনদিকে মোড় নেয়।