×
Entertainment

খোলা আকাশের নিচে অন্তরঙ্গ মুহূর্তে জিতু-নবনীতা, মুহূর্তে ভাইরাল টেলি দম্পত্তির ছবি

বাংলা টেলিভিশন জগতের দুই জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী হলেন জিতু ও নবনীতা। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মহাপীঠ তারাপীঠ এ তাদের দুজনকে একসঙ্গে দেখেছেন দর্শকরা। তাদের অভিনয় ইতিমধ্যেই সকল দর্শকদের নজর কেড়েছে।

তবে, জিতু ও নবনীতা একসঙ্গে রিল লাইফে জুটি বেঁধে কাজ না করলেও তাঁরা যে রিয়েল লাইফ জুটি তা মোটামুটি সবাই জানে। আর এবার শ্যুটিং থেকে কিছুদিনের বিরতি নিয়ে জিতু -নবনীতা হাজির পাহাড়ের কোলে। এই লকডাউনের বন্দিজীবনে কংক্রিটের শহর আর কাজের ব্যস্ততার মাঝে কোথায় যেন জীবনটা থমকে গিয়েছিল।

ADVERTISEMENT

আর তাই এবার বুক ভরা নিঃশ্বাস নিতে ব্যাগ-পত্তর গুছিয়ে বেরিয়ে পড়লেন জিতু-নবনীতা। শৈলশহরে সুবজ চা-বাগান ঘেরা প্রকৃতির মাঝেই রোম্যান্সে মজলেন এই টেলিদম্পতি।

তবে, তাঁরা যে কোথায় গিয়েছেন তা অবশ্য খোলসা করেননি টেলিদম্পতি। কখনও কুছ কুছ হোতা হ্যায় গানের ছন্দে পোজ দিতে দেখা গেল তাঁদের। আবার কখনও বা হোটেলের ছাদে দাঁড়িয়ে নাচে মেতেছেন।

আর সব মুহূর্তই ক্যামেরাবন্দি করে নিজেরাই দিয়েছেন ইনস্টাগ্রামে। সম্প্রতি নবনীতা তার ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন দুজনেই একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে। দুজনেই নিজ নিজ ভঙ্গিমায় ছবিটি তুলেছেন। সঙ্গে ক্যাপশনে লেখা “পুরোনো সেই গল্প কথা জানতে খোলো মনের খাতা।” সম্প্রতি তাঁদের এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles