এবার সালমানের মুখোমুখি জিৎ! বাংলা ছবির ইতিহাসে রেকর্ড গড়তে চলেছেন টলিউডের ‘বস’

এবার বাংলার সুপারস্টারের মুখোমুখি ভাইজান। টলিউডে যেমন ঈদ মানেই জিতের (Jeet) ছবি তেমনই বলিউডে ঈদ মানেই সালমান খানের (Salman Khan) ছবি। আর এবারে টলি সুপারস্টার একই সঙ্গে বাংলা ও হিন্দি দুই জায়গাতেই মুখ দেখাতে চলেছেন। কিন্তু কিভাবে তাই ভাবছেন নিশ্চই? আসলে নয়া ইতিহাস গড়তে চলেছেন অভিনেতা। সামনেই ঈদ। আর এই ঈদে অর্থাৎ ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে জিতের ছবি চেঙ্গিস।
নীরজ পান্ডের গল্প অবলম্বনে তৈরি এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন বাংলার সুপারস্টার। ১৯৭০ থেকে ১৯৯০ সালের মাঝামাঝি কলকাতার আন্ডারওয়াল্ডের দাপট নিয়েই লেখা হয়েছে এই সিনেমার চিত্রনাট্য। ছবির পরিচালনায় রয়েছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। এই ছবির প্রযোজক হলেন জিৎ। এছাড়াও প্রযোজনার দায়িত্বে রয়েছেন গোপাল মাদনানি, অমিত জুমরানী। এই প্রথম একই দিনে কোনো ছবি বাংলা ও হিন্দি দুই জায়গাতেই একইসঙ্গে মুক্তি পেতে চলেছে।
View this post on Instagram
বেশ অনেকদিন ধরেই এই ছবি নিয়ে অনুরাগীদের জল্পনা ছিল তুঙ্গে। এমনকি কিছুদিন আগে ফ্যানেরা অভিযোগও করেছেন যে, কেন চেঙ্গিসের প্রচার করছেন না অভিনেতা। কিন্তু অবশেষে মঙ্গলবার ফ্যানেদের জন্য ডাবল ধামাকা নিয়ে হাজির হলেন জিৎ। আর সেই খবর নিজেই শেয়ার করে নিলেন। এই ছবিতে চেঙ্গিসের লুক দেখে অবাক হয়েছেন সকলেই। বলা চলে তার চরিত্র লার্জার দ্যান লাইফ।
View this post on Instagram
এই ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এই প্রথমবার তিনি জিতের সঙ্গে জুটি বাঁধছেন। সুস্মিতা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রোহিত বোস রায়, শাতাফ ফিগার সহ প্রমুখ অভিনেতাকে। বর্তমানে সকলেই এই ছবি রিলিজের অপেক্ষায় দিন গুনছেন।