ভাঙছে জিতু- নবনীতার সম্পর্ক! এবার ব্রেকআপ নিয়ে মুখ খুললেন অভিনেতা
এখনকার দিনের সম্পর্ক হয়ে গেছে বড্ড ঠুনকো। প্রেম হতো যেমন বেশি সময় লাগে না ঠিক তেমন ভাঙতেও সময় লাগে না। প্রেমে পড়বার কিছুদিনের মধ্যে বিয়ে আর অ্যাডজাস্ট করতে না পারলে ডিভোর্সের দিকে এগোচ্ছে সেই সম্পর্ক। সাধারণ মানুষের জীবন থেকে শুরু করে টলিউড এবং বলিউডের এমনই গল্প চলছে চারিদিকে। ছোট পর্দায় বেশ জনপ্রিয় এক জুটি হলেন জিতু এবং নবনীতা। তারা একসাথে অর্ধাঙ্গিনী সিরিয়ালটি করেন।
শুটিং সেটের ফ্লোর থেকে শুরু হয় তাঁদের প্রেম আলাপ। দুজনেই ছিলেন লীড রোলে। সিরিয়ালে নবনীতা জিতুর অর্ধাঙ্গিনী থাকতে থাকতে নিজে কখনোই বুঝতে পারেননি রিয়েল লাইফে তিনি জিতুর অর্ধাঙ্গিনী হয়ে যাবেন। কিন্তু এখন চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে তাদের বিবাহ বিচ্ছেদের কথা। আড়াই বছর আগে শুরু হয় তাদের প্রেমপর্বের গল্প। মাত্র দুবছর হলো তারা গাঁট ছড়া বেঁধেছেন। লকডাউন পর্বে যেমন চুটিয়ে প্রেম করেছেন তেমনি কখনো ঘুরতে চলে গেছেন পাহাড়ে, কিন্তু এমন কি ঘটনা ঘটলো যেখানে বিবাহ বিচ্ছেদের সুর শোনা যাচ্ছে? এই নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।
সম্প্রতি জিতু তার শাশুড়ি মাকে নিয়ে খেলতে এসেছিলেন দিদি নাম্বার ওয়ানে। সেখানে তাদের খুনসুটি ভালোবাসা সবটাই নজরে আসে দর্শকের শাশুড়ি ছিলেন জিতুর প্রশংসায় পঞ্চমুখ। এবং জিতু নবনীতা সম্পর্ক যে কতটা সুন্দর এবং গভীর তাও বোঝা যায় এই এপিসোড দেখে। কিন্তু তাদের দুজনের মাঝে তিন নম্বর কে এমন এলো যে তাদের সম্পর্ক আজকে এরকম জায়গায় পৌঁছেছে।
সম্প্রতি যেত তার ইন্সট্রাগ্রাম হলে একটি রুল ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি ছেলে তাকে জিজ্ঞেস করছে, ভাই শুনলাম তোর নাকি ব্রেকআপ হয়ে গেছে তখন জিতু উত্তর দেয় সত্তিকারের ভালোবাসায় কখনো ব্রেকআপ হয় না ছোটখাটো ঝামেলা হয়। এই পুরো ভিডিওটাই ছিল মজার ছলে করা কিন্তু এই নিয়ে শোরগোল পড়ে যায় নেট দুনিয়াতে।