×
EntertainmentTrending

জিৎ এর সাথে অন্তরঙ্গ ছবি পোস্ট শুভশ্রীর, দিলেন জন্মদিনের শুভেচ্ছা, ভাইরাল ছবি

বাংলা চলচ্চিত্র জগতে অতি জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। অভিনয়ের মাধ্যমে তিনি জয় করে নিয়েছেন সকলের মন। ১৯৮৯ সালের ৩ নভেম্বর বর্ধমান জেলায় তার জন্ম হয়। তিনি খুবই সাধারণ পরিবারে জন্মেছিলেন। কিন্তু তাঁর অভিনয় সত্তাকে কাজে লাগিয়ে তিনি আজ টলিউডের ১ নম্বর নায়িকাদের তালিকায় একজন হয়ে উঠেছেন।

অন্যদিকে বাংলা চলচ্চিত্রের একজন নাম করা প্রথম সারির অভিনেতা হলেন জিৎ। যদিও তার ভালো নাম জিতেন্দ্র মাদনানী। তাঁর ফ্যান না এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া যাবে না। জন্মসূত্রে জিৎ বাঙালি না হলেও বড় হয়েছেন দক্ষিণ কলকাতায়।

এরপর পারিবারিক সমস্যার কারণে পড়াশোনায় বেশিদূর এগোতে পারেননি তিনি। আর তারপর থেকেই বিভিন্ন পত্র পত্রিকায় মডেলিং এর কাজ শুরু করেন তিনি। আর তারপরই সাথী ছবি দিয়ে তার অভিনয় জীবনের যাত্রাপথ শুরু। এখন তিনি একজন সফল অভিনেতা।

তবে, আজ সেই সকলের প্রিয় জিৎ এর জন্মদিন। আর তাই শুভশ্রী তাঁর এবং জিৎ এর ছবি পোস্ট করে জিৎকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল উইশ ইউ এ ভেরী হ্যাপি বার্থডে মাই ফেবারিট কোস্টার। আর সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।