
সালটা ছিল ২০১০। প্রথমবার একই ছবিতে মুখ দেখিয়েছিলেন দুজনেই। তারা হলেন টলিউডের (Tollywood) দুই সুপারস্টার। কাদের কথা বলছি বলুন তো দেখি? তারা হলেন দেব ও জিৎ (Dev-Jeet)। দুজনের ফ্যানবেস নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। তবে, এই দুই সুপারস্টারের ফ্যানেদের মধ্যে কিন্তু মাঝেমধ্যেই ঝগড়া লাগে। কিন্তু তাতে কি? দেব-জিৎ দুজনের মধ্যে কিন্তু বেশ ভালো সম্পর্ক।
বলিউডেও (Bollywood) শাহরুখ ও সালমান (Shahrukh-Salman) ফ্যানেদের মধ্যেও দ্বন্ধ দেখা যায়। কিন্তু শাহরুখের ‛পাঠান’ (Pathaan) সিনেমায় কেমিও করে কিং খানের দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সালমান। ওদিকে এও শোনা যাচ্ছে যে, সালমান খানের ‛টাইগার ৩’ (Tiger 3) সিনেমায় দেখা যাবে কিং খানকে। ফ্যানেরা ঝগড়া করলেও অভিনেতাদের ব্যাক্তিগত জীবনে তাদের মধ্যে যে ভালো ভাব তা এসব ঘটনা গুলিই প্রমান করে।
তবে, এবার শোনা যাচ্ছে যে, দেব-জিৎ (Dev-Jeet) নাকি একসঙ্গে কাজ করতে চলেছেন। কিন্তু হঠাৎ করে এই খবর ছড়ালো কিভাবে তাই ভাবছেন নিশ্চই? সেক্ষেত্রে বলে রাখি যে, মঙ্গলবার স্প্যানিশ ফুটবল লীগ ‛লা-লিগা’-এর পক্ষ থেকে একটি অফিসিয়াল পোস্টার লঞ্চ করা হয়েছে। আর সেখানেই দেব-জিতের ‛দুই সিনেমা’ ছবির সামান্য রদবদল হয়েছে। দেবের মুখের জায়গায় ভিনিশিয়াস জুনিয়ারের মুখ বসানো হয়েছে। আর ওদিকে জিতের মুখের জায়গায় করিম বেঞ্জেমার-এর মুখ বসানো হয়েছে।
আর এই দেখেই আনন্দে মেতে উঠেছেন দেব-জিৎ (Dev-Jeet) ভক্তরা। এমনকি গুজব রটে যে, তারা একসঙ্গে কাজ করতে চলেছেন। তবে, এই বিষয়ে এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জিৎ বলেছেন যে, আমি খুবই খুশি পাশাপাশি কৃতজ্ঞ যে, তিনি (দেব) তার ছবি ‛চেঙ্গিস’-এর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি জিৎ এও বলেন যে, আমরা একসঙ্গে কোনো ছবি করছি না। এসব গুজব ভিত্তিহীন। আমার কাছে এ ধরণের কোনো খবর নেই।
তাহলে বুঝতেই পারছেন নিশ্চই যে, আপাতত দেব-জিৎ-এর একসঙ্গে কাজ করার কোনো সম্ভবনা নেই। তবে, কবে আবারও তাদের পর্দায় দেখা যাবে তা বলবে সময়ই।