Entertainment

Web Series: এই ওয়েব সিরিজে বোল্ডনেসের সমস্ত সীমা ছাড়িয়েছেন এই দুই সুন্দরী, কারোর সামনে দেখবেন না

Advertisement
Advertisements

Ullu Web Series: উল্লু অ্যাপের মাধ্যমে রিলিজ হয়েছে ‘ফারেবি ইয়ার পার্ট ৩’ (Farebi Yaar Part 3)। এই সিরিজের প্রতিটি সিন যেন যৌনতার কথা বলছে। কিছুদিন আগেই উল্লুর মাধ্যমে সামনে এসেছিলো ‘সামনে ওয়ালি খিড়কি’, ‘সিসকিয়ান’, ‘জালেবি বাই’ -র মতো সিরিজ। এবার আবারো একবার সামনে আসলো বিখ্যাত ‘ফারেবি ইয়ার পার্ট ৩’ সিরিজ’। এর আগে দুটি সিজন কাঁপিয়েছে দর্শকদের। এবার পালা তিন নম্বরের।

নায়িকা হিসাবে আপনারা দেখতে পাবেন জয়শ্রী গাইকোয়াড (Jayshree Gaikwad) ও ভারতী ঝাঁ (Bharti Jha)। দুজনেই অ্যাডাল্ট সিরিজের বেশ পরিচিত মুখ। তাদের অভিনীত সব কটি সিরিজই বেজায় হিট। যে কারণেই এই সিরিজ যে দর্শকদের ঘাম ঝরাতে বাধ্য করবে তা বলার অপেক্ষা রাখে না। সিরিজের গল্প সম্পর্কে নিশ্চই আপনারা জানতে চাইছেন? এক বিবাহিত মহিলার গল্প দেখানো হয়েছে।

বিয়ে করে স্বামী-স্ত্রী এসেছে নতুন শহরে। তবে তার স্ত্রী শারীরিক ভাবে একটুও সুখী নয়। বরং তার স্বামীর বন্ধুর সাথেই সম্পর্ক তৈরী করতে চায়। তাদের ফ্ল্যাটের নিচে এক মহিলা থাকেন। সেই মহিলাও কার্যত ঐ বন্ধুকে চায়। তবে একসময় বন্ধুর স্ত্রীয়ের সাথে সম্পর্ক তৈরী হয়। বাড়ি থেকে পালিয়ে যেতে চাই দুজনে। তবে সফল হবেন কি? তা যদিও আপনারা জানতে পারবেন এই ওয়েব সিরিজের মাধ্যমে।

গত ১২ ই ফেব্রুয়ারী উল্লুর মাধ্যমে রিলিজ করেছে এই সিরিজ। উল্লুর সাবস্ক্রিপশন নিতে ভুলবেন না। টাকা দিলে তবেই দেখতে পাবেন এই সিরিজ। দুটি এপিসোডের এই সিরিজ দেখতে পাবেন হিন্দি সহ আরও ৬ টি ভাষায়। নির্লজ্জতার সবসীমা অতিক্রম করেছে জয়শ্রী ও ভারতী। তাহলে আর দেরি করবেন না সাবস্ক্রিপশন নিয়ে চটপট দেখেনিন।