বাড়ি ফিরে সবার আগে পুত্রবধূ ঐশ্বর্যকে দেখতে চান অমিতাভ, গোপন তথ্য ফাঁস করেন জয়া বচ্চন

Amitabh Bachchan- Jaya Bachchan বলিউডের (Bollywood) বচ্চন পরিবারকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই পরিবারের সদস্য থেকে তাদের ঐতিহ্য সবই বারংবারই নজর কেড়েছে মানুষজনের। আর এই পরিবারের কর্তা হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তার পত্নী জয়া বচ্চনও একজন অভিনেত্রী তথা রাজনীতিবিদ হিসেবে বেশ পরিচিত দর্শক মহলে। তার কাজের জন্য তাকে ফিল্ম ফেয়ার, পদ্মশ্রী সহ বেশ কিছু পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
তবে, নিজের কাজের জন্য যতবার না সংবাদের শিরোনামে এসেছেন তার চেয়েও বেশি এসেছেন বিতর্কিত কাজ ও মন্তব্যের জন্য। তেমনই একবার ২০০৭ সালে হেমা মালিনী ও এশা দেওয়লের সঙ্গে ‘কফি উইথ করন’ এ হাজির হয়েছিলেন অভিনেত্রী। আর সেখানেই জানিয়েছিলেন যে অমিতাভ বাড়ি ফিরেই আগে পুত্রবধূ ঐশ্বর্য্যকে (Aishwarya Rai Bachchan) দেখতে চাইতেন। কেননা তাদের মেয়ের ছায়া অমিতাভ ঐশ্বর্য্যর মধ্যে দেখতে পেত। এমনকি ধীরে ধীরে সে পুত্রবধূ থেকে বচ্চন পরিবারের মেয়ে হয়ে ওঠে।
এমনকি জয়া বচ্চনও (Jaya Bacchan) তার বৌমার প্রশংসায় পঞ্চমুখ। এমনকি জয়া নিজে বলেছেন যে ঐশ্বর্য্য (Aishwarya Rai Bachchan) একজন এত বড় তারকা হওয়া সত্বেও বচ্চন পরিবারের সঙ্গে খুব সুন্দর ভাবে মানিয়ে গুছিয়ে নিয়েছে। সে খুবই সুন্দর। এমনকি আমিও তাকে খুব ভালোবাসি। জয়া বচ্চনের কথায় এটা পুরোপুরি ভাবে স্পষ্ট যে ঐশ্বর্য্য বচ্চন পরিবারের বৌমা কম মেয়ে বেশি।
তবে, ওই শোতে এসে জয়া বচ্চন তার একটি আপত্তির জায়গাও তুলে ধরেছিলেন। আর সেটি হল অভিষেককে (Abhishek Bachchan) অমিতাভের ছেলে বলে পরিচয় দিতে তিনি বিরক্ত হতেন। যদিও তার পিছনে ছিল যুক্তিসঙ্গত কারণ। জয়ার কথা অভিষেকের পিছনে তারও ভূমিকা রয়েছে। কিন্তু কেউ সেটা একবারও ভাবেন না। আর এই নিয়েই তার ঘোর আপত্তি ছিল। কিন্তু ঐশ্বর্য্য যে বচ্চন পরিবারে মানিয়ে গুছিয়ে স্বামী সন্তান নিয়ে গুছিয়ে সংসার করছেন তা জানাতে একবারও দ্বিধাবোধ করেননি জয়া বচ্চন (Jaya Bacchan)।