পুত্রবধূ ঐশ্বর্যর সাথে কেমন সম্পর্ক শ্বশুর অমিতাভের! ফাঁস করলেন স্ত্রী জয়া বচ্চন

ফাঁস হল অমিতাভ ও ঐশ্বর্যর গোপন সম্পর্ক। এক সাক্ষাৎকারে সেকথা নিজে মুখেই জানালেন অমিতাভ পত্নী জয়া। বলিউডের (Bollywood) বচ্চন পরিবারকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই পরিবারের সদস্য থেকে তাদের ঐতিহ্য সবই বারংবারই নজর কেড়েছে মানুষজনের। আর এই পরিবারের কর্তা হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। যিনি কিনা একজন কালজয়ী অভিনেতা।
তার পত্নী জয়া বচ্চনও একজন অভিনেত্রী তথা রাজনীতিবিদ হিসেবে বেশ পরিচিত দর্শক মহলে। ছেলে অভিষেক বচ্চন ও পুত্রবধূ প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। আর মেয়ে শ্বেতা বচ্চন। তাদের নিয়ে চর্চার শেষ নেই মানুষজনের। আড়ালে-আবডালে তাদের নিয়ে চলে জোর গুঞ্জন। তবে, আজকের এই প্রতিবেদনে বচ্চন পরিবারেরই এমন একটা সম্পর্কের কথা বলবো যা সকলের কাছে অজানা।
বচ্চন পরিবারের পুত্রবধূ একদিকে যেমন একজন সফল অভিনেত্রী তেমনই আবার পারফেক্ট ঘরণীও বটে। আর সেই ঐশ্বর্যর সঙ্গে শশুর অমিতাভের একটি গোপন সম্পর্কের কথা শেয়ার করলেন স্ত্রী জয়া। এক সাক্ষাৎকারে জয়া বলেন যে, অমিতাভ ও ঐশ্বর্যর মধ্যে শশুর-বৌমার সম্পর্কের চেয়ে বাবা-মেয়ের সম্পর্কই বেশি। আর তাইতো নিজের মেয়ের মতোনই ঐশ্বর্যকে স্নেহ করেন বিগ বি।
আর তেমন ঐশ্বর্যও নাকি শশুর-শাশুড়ির চেয়ে অমিতাভ ও জয়াকে বাবা-মায়ের চোখেই দেখেন। এমনকি তাদের যত্ন করেন বলেও জানায়। বর্তমানে নাতনি আরাধ্যা ও ছেলে-বৌমাকে নিয়ে সুখী গৃহকোন অমিতাভের।