×
Entertainment

অসুস্থ অমিতাভকে দেখতে যাওয়ায় হাসপাতালের গেট থেকে তাড়িয়ে দেন জয়া, সারা রাত কেঁদেছিলেন রেখা

Amitabh-Jaya-Rekha : সারা রাত কেঁদে ভাসিয়েছিলেন রেখা! কেন জানেন? এর পিছনে রয়েছে মস্ত বড় কারণ। জনপ্রিয় বলিউড (Bollywood) অভিনেতা তথা বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। একের পর এক হিট সিনেমা দিয়ে তিনি জয় করেছেন দর্শকদের মন। অনস্ক্রিন বলুন বা অফস্ক্রিন তাঁর রঙিন ও গসিপে ভরা জীবন নিয়ে তিনি বারংবারই উঠে আসেন সংবাদের শিরোনামে। আর সেই তালিকায় বাদ যায়নি তার প্রেমের কাহিনীও।

এমন লম্বা, হ্যান্ডসাম সুপুরুষের প্রেমে কেই বা না পরে থাকতে পারেন বলুন তো দেখি? অমিতাভ ও রেখার (Amitabh-Rekha) প্রেম কাহিনী আশা করি কারোরই অজানা নয়। পর্দায় তারা যেমন ছিলেন হিট কাপল ঠিক তেমনই পর্দার বাইরেও তাদের জুটি ছিল সুপার ডুপার হিট। কিন্তু অমিতাভের জীবনে জয়া এন্ট্রি নেওয়ার পরই সেই প্রেম রূপ নেয় ত্রিকোণ প্রেমে। জয়ার সঙ্গে দূরত্ব তৈরি হয় অমিতাভের। আর এই দূরত্বই একটা সময় কাঁদিয়ে ছেড়েছে জয়াকে।

ঘটনাটি ১৯৮৩ সালের। সেইসময় ‘কুলি’ সিনেমার শ্যুটিং করছিলেন বিগ বি। আর তখনই কোনোভাবে পেটে আঘাত পান অভিনেতা। আঘাত এতটাই গুরুতর ছিল যে জীবন-মৃত্যুর মাঝখানে ছিলেন বিগ বি। সেই সময় হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে। তখন অমিতাভকে দেখতে হাসপাতালে আসেন রেখা। কিন্তু হাসপাতালের ভিতরে ঢোকা তো দূর গেট থেকেই রেখাকে বের করে দেন জয়া। আর সেই অপমান কোনোভাবেই মেনে নিতে পারেননি অভিনেত্রী। সারারাত নাকি কেঁদেছিলেন। এদিনের এই ঘটনা রেখাকে যথেষ্টভাবে মানসিক দিক দিয়েও আঘাত করেছিল।