×
EntertainmentVideoViral Video

Amitabh-Jaya: ‘ফোন তোলো না কেন?’ প্রকাশ্যেই অমিতাভের বিরুদ্ধে অভিযোগ জয়ার, ভাইরাল ভিডিও

চলছে KBC-এর ১৩ তম সিজন। Sony Tv-তে প্রচারিত এই শো-টি পরিচালনা করেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। দেখতে দেখতে ১০০০ এপিসোড ছুঁয়েছে এই শো। আর এই বিশেষ পর্বে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা (Sweta Bachchan Nanda) ও নাতনি নভ্যা নাভেলি নন্দা (Navya Naveli Nanda) হাজির হয়েছিলেন প্রতিযোগী হিসেবে।

 

শুধু তাই নয়, ভিডিও কলে যোগ দিয়েছিলেন অমিতাভ ঘরণী জয়া বচ্চনও (Jaya Bachchan)। আর এই বিশেষ পর্বেই ফাঁস হলো বচ্চন পরিবারের গোপন তথ্য। প্রকাশ্যেই জয়া বচ্চন বললেন, অমিতাভকে তিনি ফোন করলে ফোন তোলেন না। তখন বচ্চন সাহেব অজুহাত দেখিয়ে বললেন, ইন্টারনেট প্রবলেম। তখন অমিতাভের মেয়ে শ্বেতা খোঁচা দিয়ে বলেন সোশ্যাল মিডিয়া, টুইটারে ফটো দেওয়ার সময় সব ঠিক থাকে।

 

এখানেই শেষ নয়। জয়া বচ্চনের পরই খপাচ করে ধরলেন নাতনী নভ্যা। দাদুকে জিজ্ঞেস করলেন, আমরা পার্লার থেকে এলে এই যে তুমি দিদাকে বলো, জয়া তোমায় খুব সুন্দর লাগছে। এটা কি সত্যি কথা বলো নাকি মিথ্যা। তখনই অমিতাভ বলেন, জয়া খুব সুন্দর লাগছে তোমায়।

 

 

আর সেই কথা শুনে জয়া বললেন মিথ্যে বলার সময় আপনাকে দেখতে একদম ভালো লাগে না। আর এই শুনে সবাই হেসে লুটোপুটি দেন। Sony Tv-এর ইনস্টাগ্রাম পেজ থেকে এদিনের এপিসোডের প্রোমো শেয়ার করা হয়েছে। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে সেই ভিডিও।