Entertainment

খোলামেলা সবুজ পোশাকে দৃশ্যমান শরীরের বেশিরভাগ অংশ, সাহসীকতার সীমা ছাড়ালেন জাহ্নবী কাপুর

Advertisement
Advertisements

সবুজ রঙের ব্যাকলেস গাউনে বোল্ড লুকে ক্যামেরাবন্দী জাহ্নবী! ছবি দেখে কুপোকাত ভক্তরা। বলিউডের (Bollywood) একজন জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী হলেন জাহ্নবী। তার মা হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী (Sridevi)। আর বাবা হলেন প্রযোজক বনি কাপুর (Bonny Kapoor)। যদিও শ্রীদেবী এখন আর আমাদের মধ্যে নেই। কিন্তু তিনি বরাবরই তার কাজের মাধ্যমে বেঁচে থাকবেন ভক্তদের হৃদয়ে।

‛ধাড়াক’ ছবি দিয়ে প্রথম অভিনয় জগতে পা রাখেন জাহ্নবী। শ্রীদেবী কন্যা হিসেবে নয় বরং নিজে গুনে জায়গা করে নিয়েছেন বলিউডের (Bollywood) অন্দরে। জাহ্নবী (Janhvi Kapoor) কাপুর সেই অভিনেত্রীদের মধ্যে একজন যিনি কিনা তার পোশাকের মধ্যে স্টাইল এবং কমফোর্ট দুটোই বজায় রাখেন। নিজের সৌন্দর্য্য দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন অগণিত ভক্তদের হৃদয়ে।

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

জাহ্নবী তার অভিনয়ের চেয়েও ফ্যাশান নিয়ে চর্চায় থাকেন। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী। আর সেখানেই তার বোল্ড লুক দেখে পুরুষদের বুকে চড়েছে উষ্ণতার পারদ। এদিন জাহ্নবীর (Janhvi Kapoor) পরণে ছিল সবুজ রঙের টার্টেল নেক ড্রেস। পিছনের দিকটা একেবারে ব্যাকলেস বলা চলে। সামনের দিক থেকে স্পষ্ট ক্লিভেজ। খোলা চুলে মানানসই মেকআপে একেবারে হটবম্ব জাহ্নবী।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

এদিন ‛instanbollywood’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ  থেকে জাহ্নবীর এই লুকের ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে। এছাড়াও জাহ্নবী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলেও তার এই লুকের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে একেরপর এক পোজে ধরা দিতে দেখা গিয়েছে। ছবি দেখে তো রীতিমতো কুপোকাত ভক্তরা। কেউ লিখেছেন ‛হট’। আবার কেউ লিখেছেন ‛আগুন’। কেউ আবার জাহ্নবীকে দেখে উরফির সঙ্গে তুলনা করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল জাহ্নবীর এই নয়া লুক।