নিয়ন বিকিনিতে উন্মুক্ত পিঠ! হট লুকে মালদ্বীপের জলে উষ্ণতা ছড়ালেন শ্রীদেবী কন্যা জাহ্নবী, ভাইরাল ছবি

নিজর্ন দ্বীপে উপচে পড়ছে যৌবন! নিয়ন রঙা বিকিনিতে লাস্যময়ী রূপে ধরা দিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী (Janhvi Kapoor)। ২০১৮ ‛ধড়ক’ সিনেমা দিয়ে পা রাখেন বলিউডের অন্দরে। এই সিনেমায় তার বিপরীতে দেখা গিয়েছিল নবাগত অভিনেতা ঈশান খট্টরকে। অভিনয়ের পাশাপাশি ঘুরতে যেতেও বেশ পছন্দ করেন জাহ্নবী। আর তাইতো মাঝে মধ্যেই তাকে মলদ্বীপে ছুটি কাটাতে দেখা যায়।
View this post on Instagram
বলা চলে, নির্জন এই দ্বীপ নায়িকার প্রিয় হলিডে ডেস্টিনেশনের মধ্যে একটি। আর সেখান থেকেই একেরপর এক ছবি পোস্ট করে নেটিজেনদের রাতের ঘুম কাড়ছেন অভিনেত্রী। সমুদ্রের ধারের রিসোর্টে বসে প্রকৃতির মনোরম দৃশ্যকে উপভোগ করতে দেখা যাচ্ছে নায়িকাকে। কখনও বসে ব্যাক সাইডে তাকিয়ে আবার কখনও শুয়ে গা এলিয়ে দিয়ে একেরপর এক পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
তার পরণে রয়েছে নিয়ন রঙের বিকিনি। এলোমেলো চুলে একেবারে হালকা মেকআপেই ধরা দিয়েছেন নায়িকা। ছবি শেয়ার করে জাহ্নবী ক্যাপশনে লিখেছেন যে, ‛এলোমেলো চুল, রঙিন আকাশ, নোনা বাতাস ও অন্তহীন সমুদ্র’। ছবি শেয়ার করতেই একেরপর এক প্রশংসার বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। এমনকি জাহ্নবীর বন্ধু ওরহান লিখেছেন যে, ‛মারমেইড কখনও চুলের যত্ন নেয়া না’।
View this post on Instagram
জাহ্নবীর উষ্ণতায় ভরা এই ছবি যেমন পুরুষদের রাতের ঘুম কেড়েছে তেমনই আরও তাকে নিয়ে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। আর সেটি হল অভিনেত্রী কার সঙ্গে মলদ্বীপ পাড়ি দিয়েছেন? যদিও সে বিষয়ে কিছুই জানা যায়নি। বরং অভিনেত্রীর একেরপর এক ছবি দেখে ফিদা হচ্ছেন তার ভক্তরা। গত মাসে মুক্তি পেয়েছে জাহ্নবী অভিনীত ছবি ‛মিলি’।
View this post on Instagram
এছাড়াও আগামী দিনে তাকে বরুণ ধাওয়ানের বিপরীতে ‛বাওয়াল’ ও রাজকুমার রাওয়ের বিপরীতে ‛মিস্টার এবং মিসেস মাহি’ ছবিতে দেখা যাবে। সবমিলিয়ে জাহ্নবীর কেরিয়ার এখন উঠতির পথে।