স্কিন টাইট কমলা পোশাকে উঁকি দিচ্ছে বক্ষযুগল, সাহসীকতার সীমা ছাড়িয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

কমলা রঙের পোশাকের থেকে মানুষ দূরে থাকলেও জাহ্নবী কাপুরের নতুন লুক দেখার পরে একথা বলবেন না। কারণ গতকাল তিনি যে পোশাকে কার্যত ইন্টারনেটে আগুন ধরিয়েছেন তা এখন খুঁজছেন সকলে। জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) সোশ্যাল মিডিয়াতে বরাবই খুব এক্টিভ থাকেন। এই যুগের নায়ক-নায়িকাদের অনুরাগীদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই তা করতে হয়। ইনস্টাগ্রামের তার একটি পোস্ট যেন উষ্ণতা বাড়িয়েছে কয়েকগুন।
View this post on Instagram
কমলা রঙের শর্ট ও ডিপ নেকলাইন পোশাকে দুর্দান্ত অপরূপা হয়ে উঠেছেন তিনি। নিজের ইন্সটাগ্রামে সেই পোশাকে মোট ৮টি ভিন্ন পোজে ফটো আপলোড করেছেন তিনি। তার যৌবন যেন হাতছানি দিয়েছে। সুঠাম ফিগার সাথেই ঠিকরে বেরিয়ে আসছে বক্ষযুগল। হালকা মেকআপ, বেবি পিঙ্ক লিপ, পফি বান করে বাঁধা চুলে ২৫ বছরের জাহ্নবীকে পাওয়া গেল এক আলাদা মুডে।
ক্যাপশনে জাহ্নবী লিখেছিলেন -‘ভিটামিন সি নাকি পরে’। তারপরেই আবার একটা কমলালেবুর ইমোজি জুড়ে দিয়েছিলেন সাথে। সত্যি তাকে যে অনায়েসেই একটি আস্ত কমলালেবুর মতো লাগছে তা আলাদা করে বলার দরকার নেই। কোনো ফটোতে সে হাত দিয়ে নিজের চুল ধরে আছে তো কোনোটায় দেওয়ালে নিজের শরীর বিছিয়ে দিয়ে পোজ দিয়েছে অজান্তেই। ব্যাক ড্রপ পোজেও জাহ্নবীকে দেখা গিয়েছে। আসলে নায়িকা একটি ইভেন্টে উপস্থিত হয়েছিলেন সেই কারণেই এই সুন্দর পোশাকে সেজেছিলেন তিনি।
View this post on Instagram
এখনও পর্যন্ত প্রায় ১৫ লক্ষ লাইক এসেছে এই ফটো গুলিতে। সাথেই যে কত হাজার কমেন্ট এসেছে আর আলাদা করে বলার দরকার হবে না। পরবর্তীতে জাহ্নবী কাপুর অভিনয় করছেন ‘Mr and Mrs Mahi’ সিনেমায়। যেখানে তার বিপরীতে থাকবেন রাজকুমার রাও (Rajkumar Rao) ও রুহী (Roohi)। বরুন ধাওয়ানের (Varun Dhawan) সাথেও ‘Milli’ সিনেমায় অভিনয় করছেন তিনি।