×
Entertainment

দুধ সাদা টাইট ফিট পোশাকে উথলে পড়ছে ভরা যৌবন, শ্রীদেবী কন্যা জাহ্নবীর বোল্ডনেসে কুপোকাত নেটিজেনরা

জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) সোশ্যাল মিডিয়াতে বরাবই খুব এক্টিভ থাকেন। এই যুগের নায়ক-নায়িকাদের অনুরাগীদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই তা করতে হয়। তবে নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে শ্রীদেবী (Sridevi) কন্যা যে অন্যতম মুখ তা আলাদা করে বলার দরকার নেই। অভিনয়ের ঝুলিতে তিনটি সিনেমা থাকলেও ইনস্টাগ্রামে তিনিই সর্বেসর্বা। যেমন তার নতুন ফটো ঘিরে শুরু হয়েছে চর্চা।

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

ফটোতে জাহ্নবী কাপুরকে দেখা গেল বডিকন সাদা ড্রেসে। সাথেই বাঁধা চুল, ন্যুড মেকআপ, বেবি পিঙ্ক লিপস্টিক যা দুর্দান্ত করে তুলেছে। তবে ফটোতে ক্লিভেজ স্পষ্ট নায়িকার যা অতিরিক্ত উষ্ণতার সংকেত। জাহ্নবীর ফিগার নিয়ে সবসময়ই উৎসুক থাকেন বিশেষ করে পুরুষ অনুরাগীরা। আর এমন ফটো যে ঘায়েল করে সবাইকে তা স্পষ্ট।

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

বিখ্যাত ডিজাইনার চান্দিনী ওহাবী -এর তৈরী এই সুন্দর পোশাকে দেখা মিলেছে জাহ্নবীর। ফটোতে একাধিক ভিন্ন পোজে জাহ্নবীকে দেখা গেছে। ফটোর ক্যাপশনে নায়িকা লিখেছেন -‘মাইল দূর থেকে উৎসাহী, আপনি যা বলেন তা নিয়েই নিষ্ক্রিয় আমি’। এই পোশাকের ফটো তার নিজের ইনস্টাগ্রামে আপলোড করেছেন নায়িকা। যা এখনও পর্যন্ত ৬ লক্ষের কাছাকাছি লাইক এসে গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

পরিচালক পুরি জগন্নাথের ‘জন গণ মন’ (Jana Gana Mana) সিনেমায় অভিনয় করছেন জাহ্নবী কাপুর। ২০২৩ সালের ৩রা অগাস্ট রিলিজ হবে সিনেমাটি। সাথেই এই সিনেমায় তামিল অভিনেতা বিজয় দেবারকোন্ডা (Vijay Devarakonda) থাকছেন জাহ্নবীর বিপরীতে। কিছুদিন আগেই ‘গুড লাক জেরি’ (Good Luck Jerry) সিনেমা মুক্তি পেয়েছিলো ডিজনি প্লাস হটস্টারে। গল্প রিমেক হলেও জাহ্নবীর অভিনয় সেখানে প্রশংসা পেয়েছে।