গোপনে বিয়ে করে ঠকানোর অভিযোগ! ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের বিয়ে আটকাতে আত্মহত্যার চেষ্টা জাহ্নবী কাপুরের

অভিষেক-ঐশ্বর্য র (Abhishek-Aishwarya) বিয়ে আটকাতে আত্মহত্যার চেষ্টা জাহ্নবীর! সালটা ছিল ২০০৭ এর ২০ এপ্রিল। এদিন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য ও জুনিয়র বচ্চন অভিষেক বাঁধা পড়েন সাতপাকে। যদিও এর আগে ২ বছরের বড় করিশ্মা কাপুরের (Karishma Kapoor) সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন অভিনেতা। এমনকি সেরে ফেলেছিলেন আংটি বদলও। কিন্তু শোনা গেছে নায়িকার মা ববিতার কিছু শর্ত না মানায় ভেঙে যায় এই সম্পর্ক।
ওদিকে ‛Dhai Akshar Prem Ke’ শ্যুটিংয়ের সুবাদে অভিষেকের সঙ্গে আলাপ হয় ঐশ্বর্যর। যদিও সেসময় তাদের মধ্যে কোনো রকমের সম্পর্ক গড়ে ওঠেনি। বরং সেইসময় ঐশ্বর্যর সঙ্গে সালমান খান ও বিবেক ওবরয়ের সম্পর্ক শোনা গিয়েছিল। যদিও এই দুটি সম্পর্কের কোনোটিই দীর্ঘস্থায়ী হয়নি। আর তারপর করিশ্মার সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর ঐশ্বর্যর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক। বহু ফ্যানেরা খুশি হয়েছিল তাদের এই বিয়েতে।
আবার অনেকেই অখুশি হয়েছিল এই বিয়েতে। আর তাদের মধ্যেই একজন ছিলেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। শুধু অখুশিই না অভিষেক ও ঐশ্বর্যর বিয়ে আটকাতে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জাহ্নবী। তবে ভাববেন না যেন এ শ্রীদেবী কন্যা জাহ্নবী। সেই সময় ওই জাহ্নবী বেশ ছোট ছিল। এই জাহ্নবী হলেন একজন মডেল তথা অভিনেত্রী। যিনি অভিষেকের সঙ্গে ‛দশ’ ছবিতে অভিনয় করেছেন। কিন্তু হঠাৎ তিনি আত্মহত্যা করতে গেলেন কেন তাই ভাবছেন নিশ্চই?
তাহলে কি অভিষেককে খুব ভালোবাসতেন ওই তরুণী? তাহলে উত্তর হ্যাঁ। তবে, শুধু ভালোবাসাই নয় ওই মডেল তথা অভিনেত্রীর দাবি অনুযায়ী ‛দশ’ ছবির সেট থেকেই নাকি অভিষেকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এরপর গোপনে তারা একে অপরকে বিয়েও করেন। কিন্তু অভিষেক নাকি তাকে ঠকিয়ে ঐশ্বর্যকে বিয়ে করছেন। প্রথমদিকে বিষয়টি নিয়ে অভিনেত্রী চুপ থাকলেও পরে অভিষেক-ঐশ্বর্যর বিয়ের দিন অভিনেতার বাড়ির সামনে নিজের হাতের শিরা কেটে ফেলেন জাহ্নবী।
তিনি চেয়েছিলেন এই বিয়ে বন্ধ করতে। এমনকি অভিষেকের প্রতি তার ভালোবাসা জাহির করাও তার উদেশ্য ছিল। এরপর পুলিশ এসে জাহ্নবীকে ধরে নিয়ে যায়। অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন ঐশ্বর্য-অভিষেক।