ছোট পোশাক পরে রাস্তায় শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর, পাপারাজ্জিদের দেখে যা করলেন নায়িকা

পরণে ওভার সাইজ টপ ও শর্টস! মুম্বাইয়ের রাস্তায় স্টাইলিশ লুকে ক্যামেরাবন্দী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। বলিউডের (Bollywood) একজন জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী হলেন জাহ্নবী। তার মা হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী (Sridevi)। আর বাবা হলেন প্রযোজক বনি কাপুর (Bonny Kapoor)। যদিও শ্রীদেবী এখন আর আমাদের মধ্যে নেই। কিন্তু তিনি বরাবরই তার কাজের মাধ্যমে বেঁচে থাকবেন ভক্তদের হৃদয়ে। আর তারই প্রিন্সেস জাহ্নবী।
‛ধাড়াক’ ছবি দিয়ে প্রথম অভিনয় জগতে পা রাখেন জাহ্নবী। শ্রীদেবী কন্যা হিসেবে নয় বরং নিজে গুনে জায়গা করে নিয়েছেন বলিউডের (Bollywood) অন্দরে। জাহ্নবী কাপুর (Janhvi kapoor) সেই অভিনেত্রীদের মধ্যে একজন যিনি কিনা তার পোশাকের মধ্যে স্টাইল এবং কমফোর্ট দুটোই বজায় রাখেন। নিজের সৌন্দর্য্য দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন অগণিত ভক্তদের হৃদয়ে।
জাহ্নবী তার অভিনয়ের চেয়েও ফ্যাশান নিয়ে চর্চায় থাকেন। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় একেবারে ছিমছাম লুকে দেখা মিললো জাহ্নবীর (Janhvi Kapoor)। তার পরণে রয়েছে গ্রে কালারের ওভারসাইজ টি-শার্ট ও ডেনিম শর্টস। ডান হাতে ধরা কালো রঙের ব্যাগ। আর বাঁহাতে রয়েছে ফোন। এই পোশাকে জাহ্নবীকে বেশ কিউট লাগছে। ছবিতে জাহ্নবীর টোনড ফিগার বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। অভিনেত্রীর এই ছবি দেখে একেরপর প্রশংসার বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা।
আগামী দিনে অভিনেত্রীকে দুটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে। বিজয় দেবরাকোন্ডার (Vijay Devarakonda) বিপরীতে তাকে ‛জন গণ মন’ ছবিতে দেখা যাবে। যেটি আগস্ট মাসে রিলিজ করবে। আর অন্যদিকে ৬ অক্টোবর জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) অভিনীত ‛বাওয়াল’ ছবি রিলিজ করবে। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে (Varun Dhawan)। মাঝেমধ্যে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও সংবাদের শিরোনামে উঠে আসেন নায়িকা।
প্রায়শই তাকে কোনো না কোনো পার্টি অথবা অনুষ্ঠানে শিখর পাহাদিয়ার (Shikhar Pahadia) সঙ্গে দেখা যায়। আর সেই থেকে সকলের অনুমান তারা ডেট করছেন। সম্প্রতি দিন কয়েক আগে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী। আর সেখানেও তার বোল্ড লুক দেখে পুরুষদের বুকে চড়েছিল উষ্ণতার পারদ। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল জাহ্নবীর এই নয়া ছিমছাম লুকের ছবি।